lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
Last Updated 2025-09-06T06:12:06Z
ব্রেকিং নিউজ

পাবনায় গৃহবধূ ও কন্যা অপহরণ মামলার মূলহোতা গ্রেফতার

Advertisement


 


জুবায়ের খান প্রিন্স, পাবনাঃ

পাবনা সদর উপজেলার আরিফপুর গোরস্থানে স্বামীকে বেঁধে রেখে স্ত্রী ও ১২ বছরের কন্যাকে অপহরণের ঘটনায় আলোচিত মামলার মূলহোতা মেহেদী হাসান তুহিন (৩২)কে গ্রেফতার করেছে র‌্যাব-১২, সিপিসি-২ পাবনা।


র‌্যাব সূত্রে জানা যায়, গত ২৩ আগস্ট রাত ১টার দিকে একদল দুষ্কৃতকারী ভুক্তভোগী পরিবারের ভাড়া বাসায় ঢুকে স্বামী ওবায়দুল্লাহ সরদারকে গোরস্থানে নিয়ে বেঁধে ফেলে। পরে তার স্ত্রী মাফিজা খাতুন (২৬) এবং মেয়ে জুথী খাতুনকে (১২) অস্ত্রের মুখে অপহরণ করে অজ্ঞাত স্থানে আটকে রাখে। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।


পরদিন ভুক্তভোগী মাফিজা খাতুন বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৮/১০ জনকে আসামি করে পাবনা সদর থানায় মামলা (নং-৫০, তারিখ ২৪ আগস্ট ২০২৫) দায়ের করেন।


এরপর র‌্যাব গোয়েন্দা তথ্য ও প্রযুক্তিগত সহায়তায় অভিযান শুরু করে। শনিবার (৬ সেপ্টেম্বর) ভোররাতে সদর উপজেলার জালালপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় ২নং আসামি মেহেদী হাসান তুহিনকে গ্রেফতার করে র‌্যাব-১২।


গ্রেফতারকৃত তুহিনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. এনামুল হক বলেন, “অপহরণের মতো জঘন্য অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। জনগণের সহায়তায় মাদক, অস্ত্র ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ে তোলাই র‌্যাবের লক্ষ্য।”