lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
Last Updated 2025-08-01T07:20:47Z
রাজনীতি

ঠাকুরগাঁওয়ে বিএনপি দুই নেতাকে বহিষ্কারের প্রতিবাদে মানবন্ধন

Advertisement


 
মোঃ মিনহাজ আলম, স্টাফ রিপোর্টারঃ

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার দুই নেতাকে বহিস্কারের প্রতিবাদে মানববন্ধন কর্মসুচি করেছে উপজেলা বিএনপির নেতাকর্মীরা। 

আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরের বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা শহরে এ কর্মসুচি পালন করা হয়। 

মানববন্ধন কর্মসুচি চলাকালে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি সাবেক সহ-সভাপতি মীর রাজিউর রহমান আসাদ, আইয়ুব আলী খান, ৮নং বড় বাড়ী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সোলাইমান আলী, শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের ও বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ইলিয়াস আলী হৃদয়সহ অনেকেই অভিযোগ করে বলেন, গেল ১২ জুলাই ২০২৫ তারিখে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। ভোটের মাধ্যমে সভাপতি হিসেবে এ্যাড. মোঃ সৈয়দ আলম এবং সাবেক সাধারণ সম্পাদক ড. টি এম মাহবুবুর রহমান নির্বাচিত হন। 

কাউন্সিলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের ছোট ভাই ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সল আমিন তাদেরকে বিজয় ঘোষনা করেন। তবে ফলাফল ঘোষনায় বিলম্ব হওয়ায় কেন্দ্রের বাইরে জেলার নেতাদের সাথে অনাকাঙ্খিত ঘটনা ঘটে। 
এতেই ক্ষুদ্ধ হয়ে জেলায় গিয়ে কমিটি বাতিলের ঘোষনা দেন। সেই ঘোষনা উপজেলা কমিটি প্রত্যাখ্যান করলে কেন্দ্রীয় কমিটিকে ভুল বুঝিয়ে নবনির্বাচিত দুই নেতাকে বহিস্কার করান। যা উপজেলা বিএনপির নেতাকর্মীরা ছাড়াও কেউ মানতে পারছে না। কারন উপজেলা বিএনপির কর্নধার এ্যাড. মোঃ সৈয়দ আলম ও ড. টি এম মাহবুবুর রহমান। তাই তারা ভোটের মাধ্যমে পুনরায় নির্বাচিত হয়েছে। জেলা কমিটির কিছু নেতার তা সহ্য না হওয়ার কারনে আজ দলের ভেতরে এমন পরিস্থিতি সৃস্টি হয়েছে। 

উপজেলা বিএনপির এই দুই নেতা তৃণমুল নেতাকর্মীদের আগলে রেখেছেন ফ্যাসিস্ট আওয়ামীলীগ বিদায় নেয়ার অনেক আগ থেকে। তাদের বিরুদ্ধে এমন সিন্ধান্ত কোনভাবেই মেনে নেয়া হবে না। 

অবিলম্বে তা প্রত্যাহার করে দলের ভাবমুর্তি রক্ষার দাবি জানান নেতারা। অন্যথায়  ঢাকায় বিএনপি পার্টি সামনে কর্মসুচীর হুশিয়ারী উচ্চারণ করেন  বিক্ষুদ্ধ নেতাকর্মীরা।