Advertisement
বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি:
"জুলাই বিপ্লবের বাংলায় ঠাঁই নাই প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৈষম্য নায়, সাম্য চাই" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এ কিন্ডারগার্টেন ও বেসরকারী প্রাথমিক বিদ্যালয় অন্তর্ভুক্ত করার দাবীতে ফরিদপুরের সালথায় মানববন্ধন করেছে কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীরা। আজ সোমবার (৪ আগস্ট) সকাল ১০টায় উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে অংশগ্রহণ করেন উপজেলার ৯টি কিন্ডারগার্টেন স্কুলের ৬শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিক্ষা অফিসার বরাবর একটি স্মারক লিপি জমা দেন কিন্ডারগার্টেনের শিক্ষকরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মুহাম্মাদ ওয়ালীউজ্জামান, সাধারণ সম্পাদক বিপ্লব সাহা, কোষাধ্যক্ষ মিঞা মো. লিয়াকত হুসাইন, সাংগঠনিক সম্পাদক সুজিত দত্ত, ফুলবাড়িয়া কিন্ডারগার্টেনের পরিচালক মো. মজিবুর রহমান নান্নু প্রমুখ।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় পূর্বের ন্যায় কিন্ডারগার্টেন ও বেসরকারী প্রাথমিক শিক্ষার্থীদের অংশ গ্রহণের সুযোগ দেয়ার দাবি জানিয়ে বলেন, বৃত্তি শুধুমাত্র একটি আর্থিক অনুদান নয়- এটি একটি শিশুর আত্মবিশ্বাস, সামাজিক স্বীকৃতি এবং শিক্ষাগত অগ্রগতির অনুপ্রেরণা। তাই বৈষম্য হীন সমাজ বিনির্মানে এবং শিশুদের মেধা ও মননের স্বীকৃতি দিতে বর্তমান সরকার সরকারি-বেসরকারী সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংগ্রহণের সুযোগ করে দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন।