lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ৪ আগস্ট, ২০২৫
Last Updated 2025-08-04T08:42:39Z
ব্রেকিং নিউজ

পাবনা সাঁথিয়া উপজেলায় ২০ লক্ষাধিক টাকার জাল জব্দ ও ধ্বংস : আটক ১

Advertisement


 

হৃদয় হোসেন, পাবনাঃ

গোপন সংবাদ এর ভিত্তিতে পাবনা সাঁথিয়া উপজেলার আর- আতাইকুলা ইউনিয়নের কাজীপুরে অবৈধ চায়না দোয়ারী জাল কারখানা রয়েছে জেনে উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) রিজু তামান্না এর নেতৃত্বে বিশেষ অভিজান পরিচালনা করা হয়।


রবিবার (৩ আগস্ট) বিকেল ৪ থেকে রাত ৮.৩০মিনিট পর্যন্ত চলে এ অভিযান। এ সময় বিপুল পরিমাণ জাল তৈরির সরঞ্জাম সহ আনুমানিক ২০ লক্ষাধিক টাকার জাল জব্দ করে তা জন সম্মুখে ধ্বংস করা হয়। 


প্রশাসনের অভিজান বুঝতে পেরে জাল তৈরির কারিগরা সটকে পরে। তবে সাকিব (২২) নামে একজন জাল ব্যবসাহীকে আটক করে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় এবং ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 


সাংবাদিক দের এক প্রশ্নের উত্তরে রিজু তামান্না বলেন এ ধরনের জালে অতি সূক্ষ্ম ছিদ্র হওয়ায় মাছ সহ বিভিন্ন জলজ প্রাণী আটকে পরে আর বের হতে পারে না। মৎস্য আইনে এ ধরনের সূক্ষ্ম ছিদ্রের জাল তৈরি, ব্যবহার ও বিপণন  সম্পূর্ণ নিষিদ্ধ। জনস্বার্থে এমন অভিযান চলমান থাকবে। 


উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শামসুর রহমান  বলেন দেশি অনেক প্রজাতির মাছ আজ বিলুপ্তির পথে।আমরা মাছে ভাতে বাঙালি প্রাণিজ আমিষ এর সিংহভাগই মৎস্য সম্পদ থেকে আশে। কিন্তু রিং জাল, কারেন্ট জাল প্রজনন মৌসুমে মাছ আহরণ ইত্যাদি কারনে বিভিন্ন প্রজাতির মাছ আজ বিলুপ্তির দ্বার প্রান্তে। সকল শ্রেণীর জনসাধারণের সচেতনতা বৃদ্ধি করতে মৎস্য বিভাগের বিভিন্ন কর্মসূচি চলমান রয়েছে।