lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ১০ আগস্ট, ২০২৫
Last Updated 2025-08-10T06:08:47Z
কর্মী সমাবেশ

আমতলীতে জামায়াতে ইসলামীর সহযােগী সদস্য, কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

Advertisement


 


আমতলী (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার আমতলীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আঠারগাছিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে সহযােগী সদস্য, কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (৯ আগস্ট) বিকেল ৪টায় আঠারগাছিয়ার সোনাখালী কালু খার বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৩ নং আঠারগাছিয়া ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ ইদ্রিস মিয়া এবং সঞ্চালনা করেন একই শাখার বায়তুল মাল সম্পাদক মোঃ মাঈনুল ইসলাম।


সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরগুনা জেলা শাখার আমির ও বরগুনা সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক মাওলানা মুহিবুল্লাহ হারুন।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পটুয়াখালী জেলা শাখার সেক্রেটারি অধ্যাপক মাওলানা শহীদুল ইসলাম আল কায়সারী, বরগুনা জেলা শাখার সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল মান্নান এবং আমতলী উপজেলা শাখার আমির অধ্যাপক মাওলানা মোহাম্মদ ইলিয়াস হোসাইন।


অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন জামায়াতে ইসলামীর কর্মী মোঃ ইসরাফিল মৃধা ও মোঃ ফেরদাউস মোল্লা।