lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
Last Updated 2025-08-15T15:23:34Z
রাজনীতি

ভূলবাড়িয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক হেলাল উদ্দিনের বিরুদ্ধে চাঁদাদাবি, অর্থ আত্মসাত ও তদবির বানিজ্যের অভিযোগ

Advertisement


 

নিজস্ব প্রতিবেদক: 

গণমানুষের দল হিসেবে বিএনপির প্রতি মানুষের আস্থা ফেরাতে দলের নীতিনির্ধারকেরা অন্যায়,চাঁদাবাজি ও ক্ষমতা প্রদর্শনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিলেও দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে  চাঁদাদাবি,অর্থ আত্মসাৎ ও তদবির বানিজ্য চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে সাঁথিয়া উপজেলার ভূলবাড়িয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক হেলাল উদ্দিনের বিরুদ্ধে। 



হেলাল উদ্দিনের বিরুদ্ধে  গয়েশবাড়ি এলাকার সবুজের নিকট থেকে ২১ লক্ষ টাকা চাঁদাদাবি,  তার বেয়াইন ও বান্ধবী রোজী খাতুনের ৬ লক্ষ টাকা আত্মসাৎ, বৃহস্পতিপুর গ্রামের দারোগ আলী সন্তানদের মামলা থেকে অব্যাহতি দেওয়ার শর্তে ২৫ হাজার টাকা গ্রহণ ও দলীয় প্রভাব খাঁটিয়ে থানায় তদবির বানিজ্য করে কাঁড়ি কাঁড়ি অর্থ হাঁতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। 



এমতাবস্থায় অভিযুক্ত ভূলবাড়িয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক হেলাল উদ্দিনের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নিতে সাঁথিয়া উপজেলা বিএনপির আহবায়ক খায়রুন নাহার খানম মিরু ও সাঁথিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব সালাউদ্দিন খান (পিপিএম) ও পাবনা জেলা বিএনপির নেতাকর্মীদের হস্তক্ষেপ কামনা করেন ভূলবাড়িয়া ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। 


অভিযোগ বিষয়ে ভূলবাড়িয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক হেলাল উদ্দিন বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। আমাকে রাজনৈতিক ও সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করতে প্রতিপক্ষের লোকজন মিথ্যা অভিযোগ ও অপপ্রচার চালাচ্ছে।