lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ২০ জুলাই, ২০২৫
Last Updated 2025-07-20T12:16:29Z
ব্রেকিং নিউজ

দেবীগঞ্জে শতবর্ষী বিদ্যালয়ের মাঠ রক্ষায় রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা

Advertisement


 

সজীব উদ্দীন, দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:

পঞ্চগড়ের দেবীগঞ্জে শতবর্ষী নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে বাস টার্মিনাল নির্মাণের পরিকল্পনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা।


রবিবার (২০ জুলাই) দুপুর ১টায় বিদ্যালয়ের সামনে থেকে শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে তারা মানববন্ধন কর্মসূচি পালন করেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর বরাবর একটি স্মারকলিপি জমা দেন।


মানববন্ধনে বক্তারা বলেন, ১৯০৬ সালে তৎকালীন কুচবিহারের মহারাজা নৃপেন্দ্র নারায়ণ ভুপ বাহাদুর নিজ জমি দান করে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। বিদ্যালয়ের এই ঐতিহাসিক খেলার মাঠটি শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলা, জাতীয় দিবস উদযাপন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।


তারা অভিযোগ করেন, সম্প্রতি পৌরসভার পক্ষ থেকে এই মাঠে বাস টার্মিনাল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে, যা বিদ্যালয়ের পরিবেশ, ইতিহাস এবং শিক্ষার্থীদের স্বার্থের পরিপন্থী। এটি বেআইনি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য হুমকিস্বরূপ বলে তারা দাবি করেন।


মানববন্ধনে শিক্ষার্থীরা তিন দফা দাবি উত্থাপন করেন-

১. বিদ্যালয়ের মাঠে বাস টার্মিনাল নির্মাণের পরিকল্পনা বাতিল করতে হবে। ২. মাঠটিকে শিক্ষার্থীদের খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমের জন্য আগের মতো উন্মুক্ত রাখতে হবে। ৩. ভবিষ্যতেও এই মাঠ যেন অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার না হয়, তার নিশ্চয়তা দিতে হবে প্রশাসনকে।


উল্লেখ্য, দেবীগঞ্জ পৌরসভার বাস টার্মিনাল নির্মাণের জন্য নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠকে নির্বাচন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত পৌর প্রশাসক। পরিকল্পনার বিষয়টি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়, যার প্রেক্ষিতে রাস্তায় নামে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা।