Advertisement
বিধান মন্ডল, ফরিদপুর প্রতিনিধি:
দেশীয় মাছ রক্ষা পেলে, খাদ্য-পুষ্টি দুই-ই মিলে এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে ফরিদপুরের সালথায় ২০২৫- ২০২৬ইং অর্থ বছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প ( ১ম সংশোধিত) এর আওতায় মৎস্য আইন বাস্তবায়নের জন্য বিভিন্ন নদী ও বিলে (মোবাইল কোর্ট) পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. আনিছুর রহমান বালী। মঙ্গলবার (২৯ জুলাই) দিনব্যাপী উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে উপজেলার এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় ২লক্ষ ৪০টাকার সমমূল্যের ২ হাজার ৫শত মিটার ৬০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়াও ভ্যাশাল দিয়ে পোনা মাছ নিধনের সময় গৌরাঙ্গ মালো নামে একজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মোবাইল কোর্ট প্রসিকিউশনে সাহায্য করেন উপজেলা মৎস্য কর্মকর্তা শাহ্ মো. শাহরিয়ার জামান সাবু। মোবাইল কোর্টে পরিচালনাকালে স্থানীয় পুলিশ, আনসার ও সেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ আনিছুর রহমান বালী বলেন, অভিযান চালিয়ে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে বিনষ্ট করা হয়েছে। অভিযানের সময় ভ্যাশাল দিয়ে পোনা মাছ ধরার অপরাধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষন আইনে একজনকে ৫হাজার টাকা জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।