lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
Last Updated 2025-07-04T11:12:37Z
আইন ও আদালত

গঙ্গাচড়ায় ক্ষতিকর ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা আগুনে পুড়িয়ে ধ্বংস

Advertisement


 


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

গঙ্গাচড়া উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা ধ্বংসের লক্ষ্যে বেসরকারি ও ব্যক্তিমালিকানাধীন নার্সারি মালিকদের মধ্যে পুনর্বাসন কর্মসূচির আওতায় গতকাল (২ জুলাই) অভিযান পরিচালনা করা হয়। এতে ৫টি নার্সারিতে উৎপাদিত মোট ১৬ হাজার ৫শ’ ইউক্যালিপটাসের চারা আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়েছে।


অভিযানে রংপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোঃ সিরাজুল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ মোঃ সাইফুল আলম, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ শাহিনুর ইসলাম, সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ ও নার্সারি মালিকরা উপস্থিত ছিলেন।


পুনর্বাসন কর্মসূচির অধীনে প্রতিটি ইউক্যালিপটাস চারার বিনাশের জন্য নার্সারি মালিকদের ৪ টাকা করে ক্ষতিপূরণ প্রদান করা হবে।


উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ শাহিনুর ইসলাম জানান, ইউক্যালিপটাস ও আকাশমনি গাছ মাটি থেকে অতিরিক্ত পানি শোষণ করে মাটির আর্দ্রতা কমিয়ে দেয়, যা শুষ্ক বা মৌসুমি জলবায়ুর এলাকায় মারাত্মক ক্ষতির কারণ। গাছের পাতায় থাকা টক্সিন মাটিতে পড়ে মাটিকে বিষাক্ত করে ফেলে, ফলে মাটির উর্বরতা হারায় এবং চারপাশের গাছপালা বেড়ে উঠতে পারে না। এটি স্থানীয় জীববৈচিত্র্যের জন্য বড় হুমকি।


পরিবেশ সুরক্ষা ও প্রাণবৈচিত্র্য রক্ষার জন্য সকল সংস্থা ও নাগরিককে দেশি প্রজাতির গাছরোপণের আহ্বান জানানো হয়েছে।