lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ১৪ জুলাই, ২০২৫
Last Updated 2025-07-14T14:36:57Z
ব্রেকিং নিউজ

অসুস্থ পশু রেখে ঔষধ কোম্পানির অনুষ্ঠানে বিশেষ অতিথি উপজেলা ভেটেরিনারি সার্জন

Advertisement


 


সালাম মুর্শেদী, (পঞ্চগড়) প্রতিনিধিঃ অসুস্থ পশুকে নিয়ে ডাক্তারের অপেক্ষা করছিলেন এক খামারি৷ ডাক্তার আসবে কখন, আর দেখবে কখন। কিন্তু ডাক্তার সেই খামারির অসুস্থ পশুকে সামান্য দেখার পরে এক ভেটেরিনারি ঔষধ কোম্পানির অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন আটোয়ারী উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. মোঃ আব্দুল্লাহ। 



সোমবার (১৪ জুলাই) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার গরিনাবাড়ি ইউনিয়নের গোয়ালপাড়া বাজারে একমি ভেটেরিনারি ঔষধ কোম্পানির আয়োজিত এক অনুষ্ঠানে অফিস চলাকালীন সময়ে অসুস্থ পশুকে রেখে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। এসময় দুই জন খামারিকে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে ভেটেরিনারি সার্জন ডা. মোঃ আব্দুল্লাহ এর জন্য অপেক্ষা করতে দেখা গেছে। 



ডাক্তারের জন্য অপেক্ষমাণ নুর আলম নামের এক খামারি বলেন, আমি প্রায় ১টার সময় এখানে এসেছি। আমার গরুটা এলএসডি রোগে আক্রান্ত হয়েছে। ভিএস আমার গরুটাকে প্রাথমিকভাবে দেখে কোথায় যেন চলে গেল। যাওয়ার সময় আমাকে বলল এখানে কিছুক্ষন অপেক্ষা করেন আমি আসতেছি। কিন্তু সে-ই যে গেছে এখনো আসেনি। 



কুকুরে কামড়ানো ছাগলকে নিয়ে রুহিয়া চাপতি গ্রাম থেকে আগত আরেক নারীকে দীর্ঘসময় ভেটেরিনারি সার্জনের জন্য অপেক্ষা করতে দেখা গেছে। তিনি বলেন, 'আমি আসার বেশ কিছুক্ষণ হলো। কিন্তু ডাক্তারের কোন খবর নাই। এখানে যারা আছে তারা তো আর ডাক্তার না। অফিসের একজন বলল, স্যার খাওয়া করতে গেছে আসুক একটু অপেক্ষা করেন'। 



আটোয়ারী উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মোঃ আব্দুল্লাহ কোথায় গেছেন, কেন গেছেন এই বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, 'আমি একটি ওষুধ কোম্পানির পল্লী পশু চিকিৎসকদের একটি ট্রেনিংয়ে এসেছি। এখানে তাদেরকে নিয়ে এলএসডি'র বিষয়ে একটি ট্রেনিং হচ্ছে। কিছুক্ষণের মধ্যে চলে আসব। অফিস চলাকালীন সময়ে তিনি এসব অনুষ্ঠানে যেতে পারবেন কিনা এ বিষয়ে আরো জানান, এই অনুষ্ঠানে আমার আসার দরকার ছিল। কি কারনে এসেছি আপনি চারটার সময় অফিসে এসে দেখা করেন বিস্তারিত খুলে বলব'। কিন্তু তিনি চারটায় সময়েও অফিসে উপস্থিত হননি। 


 


এবিষয়ে জেলা প্রাণিসম্পদ অফিসার বাবুল হোসেন জানান, 'অফিসের মূল সময় হলো সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত। এই সময়ের মধ্যে কোন অফিসার কোনো কোম্পানির অনুষ্ঠানে যেতে পারবে না। যদি আটোয়ারী উপজেলা ভেটেরিনারি সার্জন ঔষধ কোম্পানির অনুষ্ঠানে গিয়ে থাকে তবে সেটা অন্যায় করেছে। তিনিও নতুন। প্রাথমিকভাবে তাকে সাবধান করা হবে এবং ভবিষ্যতে যেন এমনটা না করে সে বিষয়েও কঠোর বার্তা দেওয়া হবে'।