Advertisement
নাটোর জেলা প্রতিনিধিঃ
নাটোরের লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের টিটিয়া গ্রামে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে আব্দুল হাই (৬০ )নামে এক কৃষকের গোয়ালঘর।রাতে মশা তাড়ানোর জন্য গোয়ালঘরে ধোয়া দেয়ার জন্য রাখা হয় দইলি সেখান থেকেই আগুনের সূত্রপাত ঘটে।
কিছু বোঝার আগেই রাত ৩ টাই আগুন ছড়িয়ে পড়ে চারপাশে।রাত গভীর হলেও চিৎকার-চেঁচামেচিতে জেগে ওঠে পুরো গ্রাম।বাড়ির লোকজনের সঙ্গে যোগ দেয় এলাকার মানুষ। সবাই মিলে চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনার।কিন্তু তার আগেই পুড়ে যায় গোয়ালঘরের ভেতরে থাকা কৃষকের শেষ সম্বল — ৩টি গরু ও ৪টি ছাগল স্যার আনুমানিক মূল্য প্রায় তিন লক্ষ টাকা।।
দগ্ধ প্রাণীর চিৎকার আর মালিকের কান্না — মুহূর্তেই ভারী করে তোলে চারপাশ।
পরে জরুরি ভিত্তিতে ঘটনাস্থলে এসে পৌঁছে পার্শ্ববর্তী উপজেলার ঈশ্বরদী ফায়ার সার্ভিসের একটি ইউনিট। দ্রুত তারা আগুন নিয়ন্ত্রণে আনেন এবং বড় ধরনের বিস্তার ঠেকিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।