Advertisement
নাটোর জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ (বিকপ) এর আহ্বানে ৩০ জুলাই ২০২৫ (বুধবার)নাটোরের লালপুর উপজেলায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ বাতিল করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জারি করা প্রজ্ঞাপনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
লালপুর উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত এ মানববন্ধনে অংশগ্রহণ করেন বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা। ব্যানার ও প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে তাঁরা বলেন, “We want justice, no discrimination”। বক্তারা বলেন, সরকারের এ সিদ্ধান্ত শিক্ষার্থীদের প্রতি বৈষম্যমূলক এবং এটি তাদের শিক্ষাজীবনে নেতিবাচক প্রভাব ফেলবে।
মানববন্ধনে বক্তৃতা দেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন লালপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ। তারা অবিলম্বে এই প্রজ্ঞাপন বাতিল করে কিন্ডারগার্টেন ও সমমানের প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আগের মতোই প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার দাবি জানান।