Advertisement
পঞ্চগড় প্রতিনিধি:
অভিযোগ সূত্রে জানা যায়, পঞ্চগড় আটোয়ারী উপজেলার পাল্টাপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিন এর পুত্র প্রবীণ সাংবাদিক মোহাম্মদআলী (৬৫) এর উপর আলোয়াখোয়া গ্রামের পিতা কান্দুরা এর পুত্র ইউপি সদস্য মোঃ শাহজাহান ওরফে (টিওনো ) (৩৫), তার সন্ত্রাসী বাহিনী নিয়ে গত (১৮/৭/২০২৫) শুক্রবার বিকেল আনুমানিক ৩:৩০ মিনিটের সময় শাজাহান ও তার লাঠিয়াল বাহিনী নিয়ে প্রবিণ সাংবাদিক মোহাম্মদ আলী (৬৫), এর বাড়িতে গিয়ে ৫,০০,০০ (পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবী করে, চাঁদা দিতে অস্বীকার করলে প্রবিণ সাংবাদিক ও তার স্ত্রী পুত্র বৌমা কে বেধড়ক মারপিট করে এবং ঘর বাড়ি ভাঙচুর করে।
এছাড়াও জানা যায় মোহাম্মদ আলীর, বাড়ির পাশে চা বাগানের রাস্তা নিয়ে সাংবাদিক মোহাম্মদ আলীর সাথে শাজাহান এর কথা কাটাকাটি হয়। তারোই জের ধরে এই ঘটনার ইস্যু তৈরি করে বেধড়ক ভাবে আঘাত করে এই প্রবিণ সাংবাদিকের উপর ইউপি সদস্য শাজাহান।
এছাড়া পূর্বের কিছু মামলার নথিপত্র থেকে জানা গেছে শাজাহান একজন অসামাজিক ব্যক্তি বটে। এ বিষয়ে প্রবীণ সাংবাদিক মোহাম্মদ আলী, ও তার পরিবারের লোকজন জানান শাজাহান বাড়ির পাশের আম বাগানে মাদক, জুয়ার ও নারী দিয়ে আসর বসায় এসব অসামাজিক কর্মকাণ্ড এলাকায় না করার জন্য বাধা দিলে, এটাই মোহাম্মদ আলীর পরিবারের উপর কাল হয়ে দাঁড়িয়েছে।
প্রবীণ সাংবাদিক মোহাম্মদ আলী, ও তার পরিবারের দাবি প্রশাসনের কাছে, ইউপি সদস্য একজন আওয়ামী লীগ পন্থী তার বিরুদ্ধে পূর্বের ও বর্তমানের বিষয়গুলো তদন্ত করে তাকে আইনের আওতায় আনা হোক এবং দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদান করা হোক।
যাতে করে ভবিষ্যতে এলাকায় এ ধরনের কাজ করতে না পারে।ইউপি সদস্য শাজাহান এতই দুর্দান্ত যে তার বিরুদ্ধে এলাকার কেউই মুখ খোলার সাহস পায় না।