lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ২৩ জুলাই, ২০২৫
Last Updated 2025-07-23T07:54:51Z
জাতীয়

রামগড়ে ৬ বছরের ছাত্রীর ধর্ষন: ধর্ষক শাহীন আটক

Advertisement


 


মোশারফ হোসেন,  রামগড়:

খাগড়াছড়ির রামগড় উপজেলা পাতাছড়া ইউনিয়নের  নাকাপাবা জারের  খাবার হোটেল এর মালিক শাহিন (৫৩) কর্তৃক ৬ বছরের একছাত্রী ধর্ষণের শিকার হয়েছে।

 ২২ জুলাই  দুপুর ১২ টার সময় নাকাপা বাজারে ধর্ষকের দোকানের এই ঘটনা ঘটেছে এবং রামগড় থানার পুলিশ ধর্ষককে আটক করেছে। 

রামগড় থানার ওসির বক্তব্যের সূত্রে জানাযায় স্থানীয় রসুলপুর  মৃত লেদুমিয়ার ছেলে অভিযুক্ত মো: শাহিন  শিশুটি মাদ্রসা থেকে বাড়ি যাওয়ার সময়  চিপস দেবে বলে দোকানের পিছনে  নিয়ে ধর্ষণ করে।খবর পেয়ে আমরা শিশুটিকে উদ্ধার  করে চিকিৎসার জন্য রামগড় হাসপাতালে প্ররন করি এবং  ধর্ষক শাহিনকে আটক করে নিয়ে আসি। এই বিষয় মামলা প্রক্রিয়াধীন আছে।


ভিকটিমের নানি জানায় আমার নাতনি মাদ্রাসা থেকে বাড়িতে এসে অসুস্থ হয়ে পড়ে,  তাকে জিজ্ঞাসা করলে সে বলে শাহিন নানা আমাকে ডেকে নিয়ে তার দোকানে  খারাপ কাজ করেছে। আমার রক্ত বের হচ্ছে, তখন আমি  বিষয়টি এলাকার গন্যমান্যদের জানালে তারা রামগড় থানা পুলিশকে খবর দিয়ে শাহিন কে ধরিয়ে দেন।

এলাকাবাসী নজির আহমেদ জানান  ভিকটিমের নানী বিষয়টি আমাদের জানালে আমরা সাথে সাথে পুলিশকে অবগত করি। পুলিশ এসে অসুস্থ অবস্থায় মেয়েটি,কে উদ্বার করে এবং শাহিন কে গ্রেপ্তার করে নিয়ে যায়।