lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ৩০ জুলাই, ২০২৫
Last Updated 2025-07-30T17:24:59Z
শিক্ষা

সুজানগরের ৪০ কৃতি শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট ও সনদ প্রদান অনুষ্ঠান

Advertisement


 


এম মনিরুজ্জামান, পাবনা: সুজানগরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারী ইন্সটিটিউশনস স্কিমের(এসইডিপি) এর আওতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

 শিক্ষা মন্ত্রালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে ২০২২ ও ২০২৩ সালের এসএসসি, এসএসসি ( ভোকেশনাল), দাখিল, এইচএসসি, এইসএসসি ( বিএমটি) এবং আলীম পরীক্ষায় সুজানগর উপজেলায় সর্বোচ্চ নম্বর পেয়ে উত্তীর্ণ  ৪০ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে এই পুরস্কার বিতরণ করা হয়েছে।


মঙ্গলবার বিকেলে পাবনার সুজানগর উপজেলা পরিষদ মিলনায়তনে  সুজানগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোলায়মান হোসেনের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেনের সঞ্চালনায়  পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ,উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ।


 বিশেষ অতিথির বক্তব্য রাখেন , জেলা শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক।এ সময়  আরো বক্তব্য রাখেন ,সুজানগর শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আজম আলী বিশ্বাস, বোনকোলা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মান্নান খান, নাজিরগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নাদের হোসেন, চিনাখড়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন, কৃতি শিক্ষার্থী আশরাফুল  আবেদীন ও তানজিলা প্রমুখ। 

অনুষ্ঠানে মোট ৪০ জন কৃতি শিক্ষার্থীকে পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়। এর মধ্যে মাধ্যমিক পর্যায়ে ২৪ জন এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে ১৬ জন  কৃতি শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। এর আগে উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের ২৫ হাজার টাকা এবং মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে ১০ হাজার টাকা করে তাদের ব্যাংক হিসাবের মাধ্যমে প্রদান করা হয়েছে।