Advertisement
যশোর প্রতিনিধি:
যশোর শহরের সার্কিট হাউজপাড়ায় বিল্ডিং ফর ফিউচার লিমিটেড কোম্পানির নির্মাণাধীন বহুতল ভবনের কার্নিশ ভেঙে পড়ে দুই প্রকৌশলীসহ তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১ জুলাই) আনুমানিক বেলা সাড়ে ১১ টার সময় মর্মান্তিক ঘটনাটি ঘটে।
লাশ যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রাখা রয়েছে। এ ঘটনার পর প্রশাসনের কর্মকর্তারা ভবনটি পরিদর্শন করেছেন।
স্থানীয়রা জানান, বিল্ডিং ফর ফিউচার লিমিটেড ডেভলপার কোম্পানি দশতলা ভবনের কাজ করছে সার্কিট হাউস রোডে। ওই ভবন নির্মাণের দেখভাল করছিলেন প্রকৌশলী মিজানুর রহমান (৩৫)। তার বাড়ি কুষ্টিয়ায়। তার সহযোগী ছিলেন প্রকৌশলী আজিজুল ইসলাম (৩৮), তার বাড়ি দিনাজপুর ও শ্রমিক নুরু (৪৫), তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। সাথে আরও কয়েকজন শ্রমিক কাজ করছিলেন।
এদিন সকাল থেকেই তারা ভবনের কাজের তদারকি করছিলেন। এক পর্যায়ে বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ ছয়তলার কার্নিশ ভেঙে নীচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই নিহত হয়েছেন ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, আজিজুল ইসলাম ও শ্রমিক নুরু।
যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।