lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
Last Updated 2025-07-01T14:22:29Z
ব্রেকিং নিউজ

ছাত্রদল ও জাসাসের নেতৃবৃন্দের সহযোগীতায় শিশু ধর্ষক সায়েদ আলী আটক : থানায় মামলা দায়ের

Advertisement


 

আশরাফুল ইসলাম, গাইবান্ধা ::

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের বিশ্রাম গাছী গ্রামে টিভি দেখতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে ১০ বছর ৮ মাস বয়সি এক কন্যা শিশু। বিশ্রাম গাছী গ্রামের আশরাফ আলীর ছেলে সায়েদ আলী সরকার (৪০) এর বাড়ীতে টিভি দেখতে গেলে ১৪ জুন শনিবার সকাল ১০ ঘটিকার সময় বসত বাড়ীতে কেউ না থাকার সুযোগে শিশুটির মুখ চেপে ধরে গোসল খানায় নিয়ে গিয়ে জোড় পূর্বক ধর্ষণ করে অভিযুক্ত নারী লোভী লম্পট সায়েদ সরকার (৪০)। এসময় ধর্ষণের শিকার শিশুটি যৌনাঙ্গ ক্ষত হয় এতে রক্ত ক্ষরণ শুরু হয়,প্রথমে পলাশবাড়ী, এরপর গাইবান্ধা হাসপাতাল হতে সেখানে অবস্থার অবনতি হলে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে শিশুটির পরিবার। 


এঘটনার পর হতে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে ধর্ষক সায়েদ ও তার পরিবারের সদস্যরা। তারা ধর্ষণের শিকার শিশুটির পরিবার কে ভয়ভীতি দেখিয়ে থানা অভিযোগ পর্যন্ত করতে দেয়নি। 


৩০ জুন সোমবার রাতে ধর্ষণের শিকার ভুক্তভোগী শিশুটির পরিবারকে চাপ দিয়ে বিশ্রামগাছী গ্রামে শালিসী বৈঠকের মাধ্যমে এ ঘটনাটি ধামাচাপা দিতে চেষ্টাকালে শিশুটির পরিবারের ডাকে ছাত্রদল ও জাসাসের নেতাকর্মীরা স্থানীয় সচেতন মানুষের সহযোগীতায় ধর্ষক সায়েদ কে আটক করে পলাশবাড়ী থানা পুলিশের হাতে তুলে দেন। পরে শিশুটির মা বাদী হয়ে ধর্ষক সায়েদ সরকার কে আসামী করে থানায় মামলা দায়ের করেন।


পলাশবাড়ী পৌর ছাত্রদলের সদস্য সচিব আকাশ কবির বলেন,শিশুটির পরিবার ন্যায় বিচার চাওয়ায় ছাত্রদল ও জাসাসের নেতাকর্মীরা মানবিকতা রক্ষায় ধর্ষক কে আটক ও আইনগত ব্যবস্থা গ্রহনে ভুক্তভোগী পরিবার কে সহযোগীতা করেছি। ধর্ষককে যারা রক্ষার চেষ্টা করেছেন তাদের ধিক্কার জানাই এককই সঙ্গে ধর্ষকের দৃষ্টান্ত মুলক শাস্তি চাই। 


ধর্ষকের দৃষ্টান্ত মুলক শাস্তি দাবী করে উপজেলা জাসাসের যুগ্ন আহবায়ক জামসেদ রানা বলেন, প্রতিটি মানুষের ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। একটি শিশু ধর্ষণের শিকার হলো, কেউ ধর্ষিতা পরিবারের খোঁজ নিলো না, পাশে দাঁড়ালো না এটা অমানবিক ঘটনা। মানবিকতা রক্ষায় ছাত্রদল ও জাসাসের নেতাকর্মীরা শিশুটি পরিবারের পাশে দাড়িয়েছে। 


ভুক্তভোগী শিশুটির পরিবারের দাবী করেন, আর কোন শিশু যেন ধর্ষণের শিকার না হয়, দ্রুত এই ধর্ষকের দৃষ্টান্ত মুলক শাস্তি চাই, শিশুটি যেমন কষ্ট পাচ্ছে এরচেয়ে হাজার গুণ কঠিন শাস্তি দিতে হবে।


ধর্ষক সায়েদ কে গ্রেফতার ও মামলা দায়ের বিষয়টি নিশ্চিত করেন থানা অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টো বলেন,গ্রেফতারকৃত  সায়েদ আলীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।