lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ১৪ জুলাই, ২০২৫
Last Updated 2025-07-14T14:46:41Z
সড়ক দুর্ঘটনা

ঝিনাইগাতী রাংটিয়া সড়ক দূর্ঘটনায় তিন মাদ্রাসা ছাত্র নিহত

Advertisement


 

মো: আরিফুল ইসলাম, শেরপুর জেলা প্রতিনিধিঃ


শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতীতে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় সাকিবুল (৮) এবং জাকারিয়া (৯) এবং আমিন (৭) মাদ্রাসার ০৩ শিক্ষার্থীর মৃত্যুে হয়েছে আজ সকাল ১০ ঘটিকায় বড় রাংটিয়া জামে মসজিদে এই ৩ কোর-আনের পাখির জানাযা নামাজ সম্পন্ন হয় জানাযা শেষে এই ৩ জন কে পাশাপাশি কবরে দাফন করা হয়।।


রবিবার (১৩জুলাই) বিকেলে উপজেলার বড় রাংটিয়া (পাতার মোড়) এলাকায় এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। নিহত তিন ছাত্রই উপজেলার নলকুড়া ইউনিয়নের বড় রাংটিয়া দেওয়ানী পাড়া এলাকার বাসিন্দা এবং স্থানীয় মারকাযুত তাকওয়া মাদ্রাসার নাযেরা বিভাগের শিক্ষার্থী। এ ঘটনায় ঘাতক মাইক্রোবাস ও চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।


প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রবিবার বিকেলে ওই তিন মাদ্রাসা শিক্ষার্থী মাদ্রাসা ছুটির পর বাড়ীতে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ওপর উঠিয়ে দিলে তিন শিক্ষার্থী মারাত্নক ভাবে আহত হয়। পরে আহতের স্বজনরা দ্রুত উদ্ধার করে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে রেফার করে। পরে তাদেরকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাকিবুল ও জাকারিয়াকে মৃত ঘোষণা করেন।আমিন (৭) উন্নত চিকিৎসার জন্য

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পরবর্তী ডাক্তার পরামর্শে এবং আর ও উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার করিলে রাত পৌনে একটার দিক রাস্তায় পথিমধ্যে মারা যায় আর ও এক শিক্ষার্থী।


এ দিকে ঘাতক মাইক্রোবাস ও তার ড্রাইবারকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। অপর আহত আমিনের অবস্থাও আশংকাজনক। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক মাইক্রোবাস ও তার চালকে আটক করা হয়েছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।