lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
Last Updated 2025-07-04T11:23:28Z
জাতীয়

পাবনায় কবরস্থান থেকে আবার কঙ্কাল চুরির হিড়িক: রহস্য উদঘাটনে ব্যর্থ আইন শৃঙ্খলা বাহিনী

Advertisement


 

আলমগীর হুসাইন অর্থ:

পাবনায় কবরস্থান থেকে কঙ্কাল চুরির হিড়িক পড়েছে। একের পর এক কঙ্কাল চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।  শুক্রবার দিবাগত রাতে আমিনপুর থানার  বিরাহিমপুর কেন্দ্রীয় কবরস্থান থেকে  ২১ টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। এর আগে  ৯ জুন দিবাগত রাতে সাঁথিয়া উপজেলার রাজাপুর কবরস্থান থেকে পাঁচটি কঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এর দুই দিন আগে পার্শ্ববর্তী দুই কিলোমিটার দূরের সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নের চিনাখড়া কবরস্থান থেকে পাঁচটি কঙ্কাল চুরি হয়। আট মাস খানেক আগে আমিনপুর কবরস্থান থেকে ১৬টি কঙ্কাল চুরির ঘটনা ঘটে। 


স্থানীয় জনৈক ব্যক্তি জানান,- সকালে ঘুম থেকে উঠে শুনি আমাদের কবরস্থানের কয়েকটি কঙ্কাল চুরি হয়ে গেছে। এখন এমন সময় চলে আসছে বাঁচলেও নিরাপত্তা নেই, মরলেও নিরাপত্তা নেই। এমন ন্যাক্কারজনক ঘটনা কারা ঘটাচ্ছে বিষয়টি প্রশাসনকে বের করতে হবে।


কঙ্কাল চুরির বিষয়ে বিরাহিমপুর বাসিন্দারা বলেন  কবরস্থান থেকে মরদেহের কঙ্কাল চুরির খবর পেয়ে তাৎক্ষণিক উপজেলা নির্বাহী অফিসার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করেছি।


আমিনপুর  থানা পুলিশের ইনচার্জ (ওসি) মোঃ গোলাম মোস্তফা  জানান, কবর থেকে কঙ্কাল চুরি এটা খুবই অপ্রত্যাশিত ঘটনা। কবরস্থানে পাহারাদার রাখাও সম্ভব নয়। তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


পাবনার জেলা প্রশাসক মফিজুল ইসলাম  বলেন, এ ঘটনা খুবই দুঃখজনক। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে।