lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
Last Updated 2025-07-29T15:40:14Z
ব্রেকিং নিউজ

মাদ্রাসা মাঠ দখল করে সভাপতির বীজতলা তৈরি

Advertisement


 


এইচ এম রাসেল, (আমতলী) বরগুনা:

বরগুনার তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের হরিণ খোলা সিএনএ দাখিল মাদ্রাসার মাঠ দখল করে মাদ্রাসা ব‌্যবস্থাপনা কমিটির সভাপতি ইউপি সদস‌্য মো. জসিম উদ্দিন মোল্লা প্রভাবখাটিয়ে আমন ধানের বীজতলা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মাদ্রাসা শিক্ষার্থীরা এমন অভিযোগ করেছেন। এতে বন্ধ হয়ে গেছে শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলা। ঘটনার সঙ্গে জড়িত মাদ্রাসার সভাপতি মোঃ জসিম উদ্দিন মোল্লার বিরুদ্ধে ব‌্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।


জানাগেছে, তালতলী উপজেলার হরিণখোলা গ্রামে ১৯৮৫ সালে সিএনএ ( চরপাড়া নুর আহম্মেদিয়া ) দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠা থেকেই ওই মাদ্রাসা মাঠে শিক্ষার্থীরা শারীরিক কসরত-খেলাধুলা ও বিকেলে স্থানীয় শিশুরা খেলাধুলা করে আসছে। এ বছর গত জুন মাসে মাদ্রাসা কর্তৃপক্ষকে না জানিয়ে পুরো মাঠে খুটি পুতে মাদ্রাসার ব‌্যবস্থাপনা কমিটির সভাপতি ও ইউপি সদস‌্য  মোঃ জসিম উদ্দিন মোল্লা প্রভাবখাটিয়ে আমন ধানের বীজতলা তৈরি করেছেন। মাদ্রাসা কর্তৃপক্ষ তাকে বাঁধা দিলেও তিনি তা মানেননি। জসিম মোল্লা মাদ্রাসা ব‌্যবস্থাপনা কমিটির সভাপতি হওয়ায় মাদ্রাসা কর্তৃপক্ষ তার বিরুদ্ধে ব‌্যবস্থা নিতে সাহস পায়নি বলে অভিযোগ করেন নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষকরা। মাঠ দখল করে বীজতলা তৈরি করায় শিক্ষার্থীদের খেলাধুলা বন্ধ হয়ে গেছে। গত একমাস ধরে শিক্ষার্থীরা মাঠে খেলাধুলা করতে পারছে না।  এতে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ‌্যে চরম ক্ষোভ বিরাজ করছে।


মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়, হরিণ খোলা সিএনএ দাখিল মাদ্রাসার মাঠ জুড়ে খুটি পুতে জাল দিয়ে ঘেরাও করে আমন ধানের বীজতলা তৈরি করেছেন। মাঠে শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলা বন্ধ হয়ে গেছে। এছাড়াও যাতায়াতের পথও বন্ধ রয়েছে।  


মাদ্রাসার শিক্ষার্থী জুবায়ের ও তামিম বলেন, মাঠ দখল করে খুটি পুতে  আমনের বীজতলা তৈরি করায় গত এক মাসেরও বেশী সময় ধরে আমরা মাঠে খেলাধুলা করতে পারছি না। শুনেছি সভাপতি জসিম মোল্লা তার লোকজন দিয়ে বীজতলা তৈরি করেছেন।


অভিভাবক হানিফ মোল্লা ও হাবিব খলিফা বলেন, যিনি রক্ষক তিনিই যদি ভক্ষক হন তাহলে কেমন হয় ? শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে শিক্ষার্থীরা খেলাধুলা করবে কিন্তু সেখানে সভাপতি প্রভাবখাটিয়ে বীজতলা তৈরি করেছেন। এমন কাজের সঙ্গে জড়িতদের শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব দেয়া ঠিক হয়নি।


 মাদ্রাসা ব‌্যবস্থাপনা কমিটির সভাপতি ও ইউপি সদস্য মো. জসিম উদ্দিন মোল্লা বলেন, ওই বীজতলা আমাদের এলাকার চাষি আল-আমিন করেছেন। ওই চাষি বিপদগ্রস্থ তাই আমি অনুমতি দিয়েছি।


এ বিষয়ে হরিণ খোলা সিএনএ দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা মোঃ মুজ্জাম্মেল হুসাইন বলেন, মাদ্রাসার ব‌্যবস্থাপনা কমিটির সভাপতি ইউপি সদস্য মো. জসিম উদ্দিন মোল্লা আমাকে না জানিয়ে বীজতলা তৈরি করেছেন। মাদ্রাসার সভাপতি হওয়ায় আমি কিছুই বলতে পারেনি।


তালতলী উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) উম্মে সালমা বলেন, বিষয়টি জেনেছি। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।