lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
Last Updated 2025-07-29T15:43:09Z
ব্রেকিং নিউজ

পঞ্চগড়ে ভিনগোলার্ধ এর উদ্যোগে ভ্যান ও রিকশাচালকদের মাঝে টি-শার্ট বিতরণ

Advertisement


 


মোছাঃ আছমা আক্তার আখি, পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড় শহরের বিভিন্ন জায়গায় মঙ্গলবার (২৯ জুলাই) বিকাল ৩:৩০ এ ভিন গোলার্ধ এর আয়োজনে এবং অভিনয় শিল্পী শ্রমিক এর সহযোগিতায় ভ্যান ও রিকশাচালকদের মাঝে '"পড়শি পান্থজনের সখা" মনোগ্রাম সম্বলিত টি-শার্ট বিতরণ করা হয়। 



টি-শার্টে ব্যবহৃত বিশেষ স্লোগান হিসেবে বলা হয়, “প্রিয় আরোহী, আপনাকে পৌঁছে দেব আপনার গন্তব্যে, আমাকে আপনি ‘পড়শী’ নামে ডাকুন।

এই সামাজিক উদ্যোগের মাধ্যমে সমাজের অবহেলিত ভ্যান ও রিকশাচালকদের সম্মান জানানো এবং তাদের প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে সংগঠনটি।


উদ্যোগ গ্রহণকারী সংগঠন ভিন গোলার্ধ এর পক্ষ থেকে জানানো হয়, এমন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তারা মনে করেন সমাজে পরিশ্রমী মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব যা সমাজে সৌহার্দ্য ও সহমর্মিতা বৃদ্ধি করে এবং অবহেলিত বা কষ্টদায়ক বাক্য ব্যবহার না করে তাদের প্রতি সম্মানজনক সম্মোধন করা হয়। 

রিকশাচালক আজহার বলেন, গেঞ্জিটি পেয়ে আমি অনেক খুশি। ধন্যবাদ ভিন গোলার্ধকে। এভাবে ভিন গোলার্ধ সহ অন্যান্য সামাজিক সংগঠন আমাদের পাশে থাকলে দেশ থেকে বৈষম্য দূর হয়ে যাবে।


ভিন গোলার্ধ এর প্রতিষ্ঠাতা আমেরিকান বোস্টন প্রবাসী সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী ও লেখক নাসিম বলেন, রিকশা ভ্যান ও অটো চালকরা বরাবরই তাদের পেশায় বিভিন্নভাবে সমাজে আমাদের দ্বারা হেও প্রতিপন্ন হয়ে থাকে। তারাও তো আমাদের সমাজের একটা অংশ। আমরা তাদেরকে এই মামা এই রিক্সা এই খালি না বলে তাদের একটি নির্দিষ্ট নাম ব্যবহারের জন্য সমাজের প্রতি আমাদের উদার্ত আহ্বান। 

স্থানীয় ভ্যান ও রিকশা শ্রমিক এবং সাধারণ জণগণ এই উদ্যোগকে স্বাগত জানিয়ে অভিনয় শিল্পী শ্রমিক ও ভিন গোলার্ধকে ধন্যবাদ জানান।