lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ২০ জুলাই, ২০২৫
Last Updated 2025-07-20T12:23:15Z
রাজনীতি

গণঅভ্যুত্থান ২০২৪: মৌলভীবাজারে কৃষকদল ও বিএনপি পরিবারের বৃক্ষরোপণ কর্মসূচি

Advertisement


 

ইসমাইল মাহমুদ, মৌলভীবাজার:

গণঅভ্যুত্থান ২০২৪ জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা উপলক্ষে স্মৃতির সবুজ পল্লবে নতুন প্রাণ জাগাতে মৌলভীবাজার জেলা কৃষকদল ও আমরা বিএনপি পরিবারের উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। এ কর্মসূচির মধ্য দিয়ে দেশ, মাটি ও মানুষের অধিকার আদায়ের প্রত্যয়ে পরিবেশ রক্ষার প্রতীকী বার্তা তুলে ধরা হয়।

রবিবার (২০ জুলাই) দুপুরে জেলা শহরের সরকরি উচ্চবিদ্যালয়ের প্রাঙ্গনে জেলা কৃষকদল এ কর্মসূচীর আয়োজন করে। 

জেলা কৃষকদলের আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. শামীম আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত  বৃক্ষরোপন কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন।

প্রধান অতিথি ফয়জুল করিম ময়ূন তার বক্তব্যে বলেন, “গণতন্ত্র, স্বাধিকার এবং দেশের সার্বিক মুক্তির সংগ্রামে আমরা যেমন অবিচল, তেমনি পরিবেশ রক্ষার দায়িত্ব থেকেও আমরা সরে দাঁড়াবো না। এই বৃক্ষরোপণ কর্মসূচি যেন আমাদের সবুজ বিপ্লবের প্রতীক হয়ে দাঁড়ায়। গণতন্ত্র শুধু রাজনৈতিক স্লোগান নয়, এটি মানুষের বেঁচে থাকার মৌলিক অধিকার। পাশাপাশি পরিবেশ রক্ষার দায়িত্বও আমাদের। আজকের বৃক্ষরোপণ প্রতীকী হলেও এর বার্তা সুদূরপ্রসারী।”

বিশেষ অতিথির বক্তব্যে আব্দুর রহিম রিপন বলেন, “বিএনপি শুধু রাজনৈতিক দল নয়, এটি দেশের মানুষের আশা-ভরসার নাম। কৃষক, শ্রমিক, যুবক সবাইকে নিয়েই আমাদের পথচলা। আমরা সবুজে-সবুজে বদলে দিতে চাই এ দেশের ভবিষ্যৎ।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে বিভিন্ন জাতের ঔষধি,ফলজ ও বনজ গাছের চারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঠের পাশে রোপণ করা হয়। 

উক্ত কর্মসূচিতে কৃষকদলের জেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। 

কর্মসূচির বৃক্ষরোপণ শেষে গণঅভ্যুত্থানে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।