lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
Last Updated 2025-07-01T14:40:00Z
জাতীয়

৪৪তম বিসিএস পুলিশ ক্যাডারে দেশসেরা মৌলভীবাজারের শরীফ

Advertisement



ইসমাইল মাহমুদ, মৌলভীবাজার:
৪৪তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। গত সোমবার (৩০ জুন) রাতে পিএসসির ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। এবারের বিসিএস পরীক্ষায় পুলিশ ক্যাডারে সারাদেশের মধ্যে প্রথম হয়েছেন মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের পাতিলাসাঙ্গন গ্রামে সিরাজ উদ্দিন ও জ্যোৎস্না খানম দম্পতির মেধাবী সন্তান শরীফ খান। তিনি সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) লোকপ্রশাসন বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী ছিলেন। এর আগে তিনি জুড়ী উপজেলার নয়াবাজার ফাজিল মাদরাসা থেকে ২০১৩ সালে দাখিল ও ২০১৫ সালে আলিম পরীক্ষায় অত্যন্ত কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। এছাড়া শরীফ খান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষক নিয়োগেও প্রথম স্থানে রয়েছেন। তবে সিন্ডিকেট না হওয়ায় এখনো চূড়ান্ত নিয়োগ হয়নি।

বিসিএস পুলিশ ক্যাডারে সারাদেশের মধ্যে প্রথম হয়ে সুপারিশপ্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় শরীফ খান বলেন, ‘মহান রবের প্রতি অকৃত্রিম চিত্তে শুকরিয়া আদায় করছি, যিনি এই সম্মান আমাকে দান করেছেন। আমার বাবা-মা, দাদা-দাদির দোয়া সবসময় আমার পাথেয় ছিলো। মাধ্যম হিসেবে, যার ছায়ায় এই প্রশান্তি ও যার আলোয় এই দৃশ্যমানতা আমার গুরু সাইফুল্লাহ ভাইয়ের প্রতিও চির কৃতজ্ঞ।’ 


সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) লোকপ্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আশরাফ সিদ্দিকী মঙ্গলবার (১ জুলাই) বলেন ‘আমাদের বিভাগের ছেলেমেয়েরা প্রশাসনে অনেক ভালো করছে। শরীফ খানের সারা দেশের মধ্যে পুলিশ ক্যাডারে প্রথম হওয়া আমাদের বিভাগ তথা বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরবের। সে (শরীফ) অনেক মেধাবী। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের চ‚ড়ান্ত ধাপেও সে প্রথম হয়েছে। আমি তার মঙ্গল কামনা করি।’