Advertisement
আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ-৪ (মান্দা) আসনে নির্বাচনী মাঠে সক্রিয় হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (১২ জুলাই) বিকেল ৪টার দিকে মান্দা উপজেলার ঘাটকৈর এলাকার জীবন কুণ্ডুর ইটভাটা থেকে আনুষ্ঠানিকভাবে গণসংযোগ কর্মসূচি শুরু করে দলটির উপজেলা শাখা।
গণসংযোগ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতারা। পরে একটি মোটরসাইকেল শোভাযাত্রা উপজেলার পরানপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে জনসাধারণের মাঝে দলীয় বার্তা পৌঁছে দেয়। এ সময় সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন।
এতে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৪ আসনের প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থী খন্দকার আব্দুর রাকিব, উপজেলা পরিষদ নির্বাচনে প্রাথমিকভাবে মনোনীত প্রার্থী ও মাজলিসুল মুফাসসিরিন নওগাঁ জেলা শাখার সভাপতি মাওলানা মোস্তফা আল আমিন, মান্দা উপজেলা জামায়াতের আমির ডা. আমিনুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।
দীর্ঘদিন পর আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় মাঠে নামায় জামায়াতের এ গণসংযোগ মান্দা নতুন করে রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে।