Advertisement
সালাম মুর্শেদী (পঞ্চগড়) প্রতিনিধিঃ রাজধানীর চকবাজারের মিটফোর্ড হাসপাতালের সামনে লাল চাঁদ ওরফে সোহাগকে পাথর নিক্ষেপ করে নির্মম নৃশংসভাবে হত্যার প্রতিবাদে পঞ্চগড়ের আটোয়ারীতে বিক্ষোভ মিছিল করা হয়েছে।
১২ জুলাই (শনিবার) বিকাল সাড়ে ৬ টায় জাতীয় যুব শক্তি পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে আটোয়ারী উপজেলার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দলীয় কার্যালয় থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় এনসিপির কার্যালয়ে এসে শেষ হয়।
এরমধ্যে বিক্ষোভ মিছিলটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ফটকের সামনে থামিয়ে বক্তব্য রাখেন, জাতীয় যুব শক্তি পঞ্চগড় জেলার আহ্বায়ক মোঃ আবু কায়েস ,যুগ্ম সদস্য সচিব মোঃ আবু সাঈদ রাজিব। এসময় জেলা নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জাকিরুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আটোয়ারী উপজেলার নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- নুরুজ্জামান, মুন আল মামুন লিপসন, রজিব, নাঈম ইসলাম সহ সাধারণ মানুষ।
এসময় বক্তারা বলেন, লাল চাঁদ ওরফে সোহাগের নির্মম হত্যাকাণ্ড এই রাষ্ট্রের লাগামহীন নৈরাজ্য, প্রশাসনিক ব্যর্থতা ও রাজনৈতিক অবক্ষয়ের প্রতিচ্ছবি। একজন নিরীহ ব্যবসায়ীকে প্রকাশ্যে পাথর নিক্ষেপ করে উলঙ্গ করে হত্যা করা হয়েছে। যা গণতন্ত্রের চরম অবমাননা এবং রাষ্ট্রীয় নৈতিকতার করুণ পরাজয়।
তারা বলেন, একটি সুশৃঙ্খল চক্র দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এলাকায় চাঁদাবাজি, দখল, খুন ও সন্ত্রাস চালিয়ে আসছে। অথচ প্রশাসন নিরব দর্শকের ভূমিকা পালন করছে। এ হত্যাকাণ্ড বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং এটি শক্তির দাপট, প্রশাসনিক নিষ্ক্রিয়তা ও রাষ্ট্রীয় ব্যর্থতার প্রতিফলন।
বক্তারা আরো বলেন, মিটফোর্ড হাসপাতালের পাশে চাঁদা না দেওয়ায় যুবদলের স্থানীয় নেতাকর্মী দ্বারা ব্যবসায়ীকে পাথর মেরে নৃশংস হত্যা করার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ। একজন নিরীহ ভাঙারী ব্যবসায়ীকে দিনের আলোয় প্রকাশ্যে যেভাবে হত্যা করা হয়েছে, তা শুধু অমানবিকই নয়- দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রমাণ। যারা এই জঘন্য ঘটনার সাথে জড়িত, তাদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। ভাঙারী ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যার তীব্র প্রতিবাদ সহ এ হত্যাকান্ডের সাথে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবী জানান আটোয়ারী উপজেলার সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সকল পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।