lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ১২ জুলাই, ২০২৫
Last Updated 2025-07-12T14:28:20Z
রাজনীতি

পোরশায় জামায়াতে ইসলামী বাংলাদেশের প্রস্তুতিমূলক সভা

Advertisement


 


পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ জামায়াতে ইসলামি বাংলাদেশ ১৯ জুলাইয়ের জাতীয় মহাসম্মেলন  সফল করার লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা ও লিফলেট বিতরণ আয়োজন করা হয়। 

আজ শনিবার সকাল দশটায় জামায়াতে ইসলামী বাংলাদেশের উপজেলা অফিস সারাইগাছি মোড়ে এর আয়োজন করা হয়। 

প্রধান অতিথির বক্তব্যে, নওগাঁ জেলা আমির খন্দকার আব্দুর রাকিব বলেন, সম্মেলনকে সফল করতে স্বতঃস্ফূর্তভাবে সবাইকে অংশগ্রহণ করতে হবে দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে হবে। সকল কর্মী সদস্য সাধারণ জনগণকে অংশগ্রহণ করতে বুঝাতে হবে, দেশের মানুষের শান্তি ফিরিয়ে আনতে জামায়াত ইসলামী বাংলাদেশকে ভোট দিতে হবে।

অনুষ্ঠানে উপজেলা পরিষদ নির্বাচনে মনোনীত প্রার্থী মাওলানা মোঃ সাগর আলী কে চেয়ারম্যান ও জনাব মোঃ শরিফুল ইসলামকে ভাইস চেয়ারম্যান পদে মনোনীত প্রার্থী তিনি ঘোষণা করেন। 

সভা শেষে তারা সারাইগাছি মোড়ে সমাবেশকে সফল করতে লিফলেট বিতরণ করেন।