Advertisement
ইসমাইল মাহমুদ, মৌলভীবাজার:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ১ নম্বর মির্জাপুর ইউনিয়নের পাচাউন এলাকা থেকে ৭৫০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ২১ হাজার ৮০০ টাকাসহ মাদক কারবারী স্বামী-স্ত্রীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার (২১ জুলাই) বিকেলে তাদের আটক করে মঙ্গলবার (২২ জুলাই) সকালে তাদের মৌলভীবাজার আদালতে সোপর্দ করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জানায়, সোমবার (২১ জুলাই) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জেলা পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেনের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) মো. আবু নাইয়ুম মিয়ার নেতৃত্বে সহকারী উপপরিদর্শক (এএসআই) আবুল ভাসানীসহ ডিবি পুলিশের একটি দল মির্জাপুর ইউনিয়নের পাচাউন গ্রামে অভিযান চালান। অভিযানে আটক করা হয় ওই গ্রামের বাসিন্দা রুবেল মিয়া ওরফে লোবন মিয়া (৪০) এবং তার স্ত্রী পারুল বেগম (৩৫) দম্পত্তিকে। পরে তাদের দেহ তল্লাশী করে রুবেল মিয়ার কাছ থেকে ২০০ পিস ইয়াবা এবং পারুল বেগমের কাছ থেকে ৫৫০ পিস ইয়াবা ও নগদ টাকা ২১ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) সুদীপ্ত শেখর ভট্টাচার্য বলেন, ‘ঘটনাস্থলে স্থানীয় দুই জন স্বাক্ষী এবং নারী পুলিশ সদস্যের উপস্থিতিতে মালামাল জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বামী-স্ত্রী সম্পর্কের বিষয়টি স্বীকার করে এবং মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে তা নিজেদের হেফাজতে রাখার কথা জানায়। জব্দকৃত ইয়াবা ও নগদ অর্থসহ আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ (১) সারণির ১০(ক)/৪১ ধারায় শ্রীমঙ্গল থানায় মামলা রুজু করে মঙ্গলবার সকালে তাদের মৌলভীবাজার আদালতে সোপর্দ করা হয়েছে।’