lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ১২ জুলাই, ২০২৫
Last Updated 2025-07-12T04:06:42Z
খেলাধুলা

শ্রীমঙ্গলে আন্ত: চা বাগান ফুটবল টুর্নামেন্টে লালচান্দ চ্যাম্পিয়ন

Advertisement


 

ইসমাইল মাহমুদ, মৌলভীবাজার:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আন্ত: চা বাগান স্বর্গীয় বাবুল রায় স্মৃতি ফ্রিজ এন্ড টিভি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার লালচান্দ চা বাগান। শুক্রবার (১১ জুলাই) বিকেলে শ্রীমঙ্গলের ভাড়াউড়া চা বাগান মাঠে অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ফাইনালে তারা স্বাগতিক ভাড়াউড়া চা বাগানকে ২-১ গোলে হারিয়ে শিরোপা লাভ করে।

জমজমাট ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন ফিনলে টি কোম্পানির চিফ অপারেটিং অফিসার তাহসিন আহমেদ চৌধুরী।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ও বাংলাদেশ  চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরার সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফিনলে টি কোম্পানির ভাড়াউড়া ডিভিশনের মহা-ব্যবস্থাপক গোলাম মোহাম্মদ শিবলী, শ্রীমঙ্গলের বিশিষ্ট ব্যবসায়ী শের আলী হেলাল চৌধুরী, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রেমসাগর হাজরা, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সহসভাপতি পংকজ কন্দ, সাধারণ সম্পাদক নিপেন পাল, কোষাধ্যক্ষ পরেশ কালিন্দী প্রমুখ। 

গত ২৩ মে সিলেট বিভাগের বিভিন্ন চা বাগানের ৩২টি দল নিয়ে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।