মঙ্গলবার 15 জুলাই 2025

lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ১৬ জুন, ২০২৫
Last Updated 2025-06-16T17:25:53Z
অগ্নিকান্ড

গঙ্গাচড়ায় জনশূন্য খামার আগুনে পুড়ে ছাই


 


রবীন্দ্রনাথ সরকার, রংপুর (গংগাচড়া) প্রতিনিধি:

বরযাত্রী বেশে গোটা গ্রামের মানুষ যখন এলাকার বাইরে বিয়ে অনুষ্ঠানে, তখনই ঘটে এক রহস্যজনক অগ্নিকাণ্ড। এতে পুড়ে ছাই হয়ে গেছে কৃষক আশু মিয়ার খামার। ঘটনাটি ঘটেছে রোববার (১৫ জুন) দিবাগত রাত ১১টার দিকে রংপুরের গঙ্গাচড়া উপজেলার গজঘন্টা ইউনিয়নের কিশামত হাবু গ্রামে।


স্থানীয় সূত্র জানায়, আশু মিয়ার ছেলে বিয়ে করতে যাওয়ায় তিনি ও তার পরিবারের সদস্যরা বরযাত্রী হিসেবে অন্য এলাকায় বিয়ে অনুষ্ঠানে ছিলেন। ওই অনুষ্ঠানে গ্রামের অনেক মানুষ অংশ নেয়। ফলে কিশামত হাবু  গ্রামটি প্রায় জনশূন্য হয়ে পড়ে। এই সময় তার খামারঘরে আগুন লাগে।


রাতের অন্ধকারে জনৈক রিকশাচালক আগুনের লেলিহান শিখা দেখে চিৎকার করে। তার চিৎকারে স্থানীয়রা উপস্থিত হয়ে ৯৯৯ নম্বরে ফোন দেয়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গাচড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। দমকলকর্মীরা ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

Advertisement

ততক্ষণে পুড়ে মারা যায় খামারে থাকা সাতটি ছাগল। আগুনে পুড়ে যায় গবাদিপশুর খাদ্য, খড়, কাঠসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র।  ফায়ার সার্ভিস কর্মীরা ঘরের ভেতর থেকে সাতটি গরু জীবিত উদ্ধার করে।


ক্ষতিগ্রস্ত কৃষক আশু মিয়া বলেন, “সকলেই বর আনতে গিয়েছিল, বাড়িতে কেউ ছিল না। এই সুযোগে কেউ হয়তো নাশকতার উদ্দেশ্যে আগুন লাগিয়ে দিয়েছে। আমি নিঃস্ব হয়ে গেলাম। প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।”


ঘটনার খবর পেয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী গঙ্গাচড়া উপজেলা শাখার প্রচার ও মিডিয়া সম্পাদক আশরাফুল ইসলাম ক্ষতিগ্রস্ত পরিবারকে সান্ত্বনা জানিয়ে পাশে থাকার আশ্বাস দেন। এছাড়া স্থানীয় প্যানেল চেয়ারম্যান বকুল মিয়া ঘটনাস্থলে উপস্থিত থেকে উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন।


গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা বলেন, “ঘটনাটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারকে ২ বান্ডিল  টিন, নগদ ৬ হাজার টাকা ও ২ প্যাকেট শুকনো খাবার সহায়তা দেওয়া হয়েছে।