lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
Last Updated 2024-04-24T12:30:16Z
অগ্নিকান্ড

পাবনার ঈশ্বরদীতে শিশু শিক্ষার্থী আগুনে পুড়ে দ্বগ্ধ - BD Prokash

Advertisement


স্টাফ রিপোর্টারঃ


পাবনার ঈশ্বরদীতে শিশু শিক্ষার্থী রিয়া (১২) নামের এক শিশু আগুনে পুড়ে দ্বগ্ধ হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) দুপুর পৌনে ১২ টায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। রিয়া উপজেলার সলিমপুর ইউনিয়নের মানিকনগর পাঠশালা মোড়ের পিন্টু বিশ্বাসের মেয়ে এবং দিয়াড় সাহাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।



ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাবরিনা রহমান বলেন, আগুনে শিশু রিয়ার মুখমন্ডল সহ শরীরের বেশীরভাগই পুড়ে গেছে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেকে নিয়ে আসলে তার অবস্থা আশংকাজনক  হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।



জানা যায়, পিন্টু বিশ্বাস রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে চাকুরী করেন। তার স্ত্রী বাড়ির মেইন গেটে তালা দিয়ে বাহিরে যায়। সে সময় রিয়া এবং তার ৫ বছর বয়সী ভাই দুজন বাড়িতে গ্যাস লাইট জ্বালিয়ে উঠানে খেলছিল। খেলার এক পর্যায়ে রিয়ার জামাতে আগুন লেগে যায়। আগুন লাগার ঘটনার সময় শুধু রিয়া এবং তার ছোট ভাই বাড়িতে ছিলেন।



রিয়ার বাবা পিন্টু বিশ্বাস জানান, বাড়ির মেইন গেট তালা বদ্ধ ছিল। যে কারণে প্রতিবেশীরা আগুন ধরার সময় বাড়িতে প্রবেশ করতে পারেনি। তিনি জানান, আগুনে শিশু রিয়ার শরীর পুরোটায় পুড়ে গেছে।



ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ঘটনাটি জানা ছিল না। আগুন লাগার বিষয়টি তদন্ত করে দেখা হবে।