lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ২৩ জুন, ২০২৫
Last Updated 2025-06-23T02:44:30Z
রাজনীতি

বিএনপিকে একটু ধাক্কা দিলে হেলে পরবে এটি ভাবার কোন কারণ নেই: ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন

Advertisement




ইসমাইল মাহমুদ, মৌলভীবাজার:

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ. জেড. এম জাহিদ হোসেন বলেছেন, ‘আজকে অনেকে অনেক ধরনের কথা বলেন। আমরা সুষ্পষ্ট ভাষায় বলে দিতে চাই বিএনপির ঠিকানা বাংলাদেশের ১৮ কোটি মানুষের মাঝে বিস্তৃত। বিএনপিকে একটু ধাক্কা দিলে হেলে পরবে এটি ভাবার কোন কারণ নেই। পলায়নকৃত স্বৈরাচার শত গুম, হত্যা, লক্ষ-লক্ষ মামলা ও আসামী করে ১৭ বছরেও বিএনপিকে দমিয়ে রাখতে পারেনি।’ তিনি রবিবার (২২ জুন) দুপুরে মৌলভীবাজারস্থ এম সাইফুর রহমান স্টেডিয়াম এলাকায় সদর উপজেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে অধ্যাপক ডা. এ. জেড. এম জাহিদ হোসেন বলেন, ‘আমরা সবাই বিএনপি পরিবারের সদস্য। কোনোভাবে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টির সুযোগ কাউকে দেওয়া যাবে না। এই সুযোগ কেউ যাতে নিতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। আমাদের মনে রাখতে হবে স্বৈরাচারের দোসররা আমাদের বাড়ির আশে-পাশে আছে। আমাদের শহরে আছে, গ্রামে-গঞ্জে আছে। তাদের কাছে লুণ্ঠিত অনেক অর্থ আছে। আপনাকে অথবা দলের নেতা কর্মীদের বিভ্রান্ত করতে পারে। বঁাচার জন্য বিভিন্ন ধরনের কুৎসা রটনা, বিভিন্ন ধরনের কর্মকৌশল করতে পারে। সেই ষড়যন্ত্রে আমরা যাতে পা না দেই।’

সদর উপজেলা বিএনপির আহবায়ক বদরুল আলমের সভাপতিত্বে এবং জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য বকশি মিসবাহ উর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সস্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) আলহাজ্ব জি কে গউছ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) কলিম উদ্দিন আহমদ মিলন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান, জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, বিএনপি নেতা হাজী মুজিবুর রহমান মুজিব। অনুষ্ঠানের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা এবং শান্তির প্রতিক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন প্রধান অতিথি।

সস্মেলন শেষে অনুষ্ঠিত হয় সদর উপজেলা বিএনপির কাউন্সিল। এতে উপজেলার ১২টি ইউনিয়নের ৯২৩ জন কাউন্সিলর ৫টি পদে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।