lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
Last Updated 2025-05-22T03:41:17Z
আইন ও অপরাধ

আমতলীতে ঠিকাদারের সাব অফিসে হামলা ও নির্মাণ শ্রমিকদের মারধর, আহত-৭

Advertisement


 

বরগুনা প্রতিনিধি:

ঠিকাদারের সাব অফিসে হামলা, ভাংচুর এবং স্লুইজ নির্মাণ শ্রমিকদের স্থানীয় ফোরকান গাজী ও তার সহযোগীরা মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সাব ঠিকাদার আব্দুল হক এমন অভিযোগ করেছেন। এতে সাতজন শ্রমিক আহত হয়েছে। আহতদের তিনজনকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে আমতলী উপজেলা হলদিয়া ইউনিয়নের সেনেরহাট গ্রামে বুধবার সন্ধ্যায়। 


জানাগেছে,পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের সেনেরহাট এলাকায় দুই ব্র্যান্ডের স্লুইজ নির্মাণ কাজ চলছে। বুধবার দুপুরে ওই কাজের জন্য ইট আনা হয়। ট্রাক্টর গাড়ী ইট রাস্তায় পাশে রেখে চলে যায়। ওই ইট থেকে কিছু ইট রাস্তায় পড়ে। ওই রাস্তা দিয়ে স্থানীয় ফোরকান গাজী তার মোটর সাইকেল নিয়ে যাচ্ছিল। রাস্তায় ইট ফেলানো দেখে তিনি শ্রমিকদের গালাগাল করে। এতে সাব ঠিকাদার আব্দুল হক প্রতিবাদ করেন। এতে ক্ষুব্দ হয় ফোরকান গাজী। এ ঘটনার দুই ঘন্টা পরে ওইদিন সন্ধ্যা ছয়টার দিকে ফোরকান গাজী, তার সহযোগী আজিজুল, মুছা সিকদার, জাকারিয়া, আতিক গাজী, সম্রাট ও সাগরসহ ১০-১২ জন এসে ঠিকাদারের সাব অফিসে অতর্কিত হামলা ও ঘর ভাংচুর করে। পরে তারা রড দিয়ে নির্মাণ শ্রমিকদের মারধর করে। এতে মাসুদ, আনোয়ার, হাবিব খলিফা, শিপন প্যাদা, রাহাত সরদার, ছালাম প্যাদা ও হানিফা আহত হয়। আহত মাসুদ, হাবিব খলিফা ও ছালাম প্যাদাকে আমতলী হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতদের প্রাথমিক চিকিৎিসা দেয়া হয়।


সাব ঠিকাদার আব্দুল হক বলেন, ট্রাক্টর গাড়ী রাস্তার পাশে ইট ফেলে রাখে। ওই ইটের মধ্যে কিছু ইট রাস্তায় পরেছে। রাস্তায় পড়া ইট দেখে স্থানীয় ফোরকান গাজী শ্রমিকদের গালামাল করে। আমি এর প্রতিবাদ করলে তিনি ক্ষুব্দ হন। এ ঘটনার দুই ঘন্টা পরে তিনি ( ফোরকান) তার সহযোগী  আজিজুল, মুছা সিকদার, জাকারিয়া, আতিক গাজী, স¤্রাট ও সাগরসহ ১০-১২ জন এসে অতর্কিতভাবে  অফিসে হামলা ও অফিস ভাংচুর করেছে। পরে তারা শ্রমিকদের রড দিয়ে পিটিয়ে জখম করেছে।  এতে ৭ আহত হয়েছে। তিনি আরো বলেন, আমরা দুরের মানুষ কি করবো? আমি এ ঘটনার বিচার চাই। 


ফোরকান গাজী শ্রমিকদের মারধর, অফিসে হামলা ও ভাংচুরের কথা অস্বীকার করে বলেন, শ্রমিকরা রাস্তায় ইট ফেলে রেখেছে, এতে চলাচলে সমস্যা হয়। তাই আমার সঙ্গে শ্রমিকদের কথা কাটাকাটি হয়েছে। 


বরগুনা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী নাজমুল হাসান বলেন, স্থানীয় ফোরকান গাজীর নেতৃত্বে ১০-১২ জন  লোক এসে অফিসে অতর্কিত হামলা,ভাংচুর ও শ্রমিকদের মারধর করেছে। এ বিষয়ে আইনী ব্যবস্থা নেয়া হবে। 


আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ হুমায়ুন আহমেদ সুমন  বলেন, আহতদের যথাযথ চিকিৎসা দেয়া হয়েছে। 


আমতলী থানার ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন, অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।