Advertisement
পলাশবাড়ী প্রতিনিধি ::
গাছ কর্তন ও গণমাধ্যমকর্মীকে হুমকি দেওয়ায় ঘটনায় আবারো ভাটা কামালসহ ৭ জনের নামে গাইবান্ধার পলাশবাড়ী থানায় মামলা দায়ের হয়েছে।
২১ মে বুধবার সাংবাদিক ছাদেকুল ইসলাম রুবেল বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। মামলা নং -১৫, তারিখ -২১-০৫-২০২৫ ইং।
এ মামলার আসামীরা হলো, ১। কামলা সরকার,২। আরিফ মিয়া (৪০), ৩। পাপুল আকন্দ, ৪।আইদুল মিয়া,৫। হারুন আহম্মেদ,৬। ইমরান মিয়া, ৭। তরিকুল মিয়া। তারা সবাই পলাশবাড়ী উপজেলার বাসিন্দা।
মামলার বিবরণীতে জানা যায়,গত ১৩ মে হতে ১৯ মে ভোর হতে বিকাল সময়ে রাইতি নড়াইল গ্রামের ঝিলবান্দা ইউপি সড়কের গাছ চুরি করে কর্তন করে। এঘটনার সংবাদ সংগ্রহে গেলে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে পরিকল্পিত ভাবে গণমাধ্যমকর্মীদের কাজে বাঁধা,হুমকি ধামকি, মোটরসাইকেল আটকিয়ে দেওয়ার চেষ্টা ও মোবাইল ক্যামেরা বন্ধ করে দেওয়ায় ভুক্তভোগী গণমাধ্যমকর্মী এ মামলাটি দায়ের করেছেন।
এ মামলার বাদী ছাদেকুল ইসলাম রুবেল জাতীয় দৈনিক করতোয়া পত্রিকার উপজেলা প্রতিনিধি হিসাবে দায়িত্বে রয়েছেন।