lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ১৪ মে, ২০২৫
Last Updated 2025-05-14T09:10:22Z
ব্রেকিং নিউজ

জয়পুরহাট জেলা স্কাউটসের মাল্টিপারপাস ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে

Advertisement


 


সালাম মুর্শেদী,স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ স্কাউটস জয়পুরহাট জেলার উদ্যোগে জেলা মাল্টিপারপাস ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। ১৪ মে সকাল ১০ টায় জয়পুরহাট জেলা স্কাউটস ভবনে এই মাল্টিপারপাস ওয়ার্কশপের উদ্বোধন অনুষ্ঠিত হয়।



জয়পুরহাট জেলা স্কাউটস এর লিডার ট্রেইনার মো. রায়হানুল আলম ওয়ার্কশপ পরিচালনা করেন। ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস জয়পুরহাট জেলার কমিশনার ও অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) বিপুল কুমার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা স্কাউটস এর সহ-সভাপতি মো. আসাদুজ্জামান মুকুল, ও প্রবীন স্কাউটার শান্তি দেওয়ান ও জয়পুরহাট জেলা স্কাউটস এর সম্পাদক মাহমুদুল হাসান মুন্না।



এ ওয়ার্কশপে উপজেলা পর্যায় হতে আগত স্কাউটাররা বিগত বছরের বাস্তবায়িত কার্যক্রম ও আগামী বছরের প্রস্তাবিত পরিকল্পনা উপস্থাপন করেন। উপস্থাপন শেষে জয়পুরহাট জেলা স্কাউটস এর ২০২৫-২০২৬ সালের পরিকল্পনা  ও বাংলাদেশ স্কাউটস এর বিভিন্ন সংস্কার প্রস্তাব গ্রহন করা হয়। 



দিনব্যাপী অনুষ্ঠিত এই ওয়ার্কশপটিতে জয়পুরহাট জেলার ৫ টি উপজেলার প্রায় ৫০ জন স্কাউটার অংশগ্রহন করেন। বিকাল ৪টায় স্কাউট পতাকা নামানোর মাধ্যমে এই কার্যক্রমের সমাপ্তি হয়।