lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ২ মে, ২০২৫
Last Updated 2025-05-02T16:14:50Z
ব্রেকিং নিউজ

শ্রীমঙ্গলে হাজী সেলিম ফাউন্ডেশনের উদ্যোগে অর্ধ শতাধিক সংগঠনকে সম্মাননা প্রদান

Advertisement


 

ইসমাইল মাহমুদ, মৌলভীবাজার:

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় অবস্থিত হাজী সেলিম ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন ও অর্ধ শতাধিক সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। শুক্রবার (২ মে) সন্ধ্যায় উপজেলার সাতগাঁও বাজারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাস থেকে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হাজী সেলিম আহমেদ। 

ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল আজিজের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি হাজী দুলাল, সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী, মুসলিমীন ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা এম. এ. রহিম নোমানী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ লেখক ও কলামিস্ট এহসান বিন মোজাহির, দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি শামীম আক্তার হোসেন, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সভাপতি ফারুক খান, মাদার তেরেসা ফ্রি ফ্রাইডে ক্লিনিকের সভাপতি মো. একরামুল কবির প্রমুখ।

অনুষ্ঠানে সামাজিক ও মানবিক কাজের স্বীকৃতিস্বরূপ শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার ৫৫টি সংগঠনকে হাজী সেলিম ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। 

প্রসঙ্গত, মানবতার কল্যাণের অঙ্গিকার নিয়ে ২০১৯ সালে হাজী সেলিম ফাউন্ডেশনটি প্রতিষ্ঠা করেন কাতার প্রবাসী আল সারকি গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান হাজী সেলিম আহমেদ। প্রতিষ্ঠার পর থেকে আর্থ মানবতার সেবায় এ সংগঠনটি নানা ধরণের কার্যক্রম পরিচালনা করে আসছে। এ সংগঠন ছাড়াও তিনি হাজী সেলিম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানাসহ বিভিন্ন শিক্ষা ও ব্যবসায় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং একজন শিল্প উদ্যোক্তা।