Advertisement
ইসমাইল মাহমুদ, মৌলভীবাজার:
মৌলভীবাজারে আইনজীবী সুজন হত্যা মামলার অভিযুক্ত পলাতক আসামি সালমান মিয়াকে (১৭) গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার (১৪ মে) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া কর্মকর্তা) কেএম শহিদুল ইসলাম সোহাগ জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র্যাব-৯ ও র্যাব-৭ যৌথ অভিযান চালিয়ে তাকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত সালমান মৌলভীবাজার সদর উপজেলার উত্তর মুলাইম এলাকার আলী হোসেনের ছেলে।
র্যাব সূত্রে জানা গেছে, গত ৬ এপ্রিল রাতে মৌলভীবাজার পৌরসভার পশ্চিম পাশে একটি ফুচকার দোকানের সামনে আইনজীবী সুজনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় মৌলভীবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক ছিল। মঙ্গলবার (১৩ মে) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র্যাব-৯ ও র্যাব-৭ যৌথ অভিযান চালিয়ে চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানার জামালপাড়া এলাকা থেকে সালমানকে গ্রেপ্তার করে।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া কর্মকর্তা) কেএম শহিদুল ইসলাম সোহাগ বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত সালমান মিয়া জানায় সে হত্যার পরিকল্পনায় সক্রিয়ভাবে অংশ নেয় এবং ঘটনার পর আত্মগোপনে চলে যায়। গ্রেপ্তারের পর তাকে মৌলভীবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।’