সোমবার 19 মে 2025

lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ৬ মে, ২০২৫
Last Updated 2025-05-06T03:22:36Z
আইন ও আদালত

বাঘায় ভ্রাম‍্যমান আদালতে দুই ঔষধ ব‍্যবসায়ীকে জরিমানা


 


বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর বাজারে ভ্রাম্যমান আদালতে ২ জন ঔষধ ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট সাবিহা সুলতানা ডলি ও রাজশাহী জেলা ঔষধ তত্ত্বাবধায়ক (ড্রাগ সুপার) মো: শরিফুল ইসলাম।সোমবার (৫ মে) দুপুরে এই অভিযান পরিচালনা করেন।


Advertisement

এসময় ঔষধের তাপমাত্রা নিয়ন্ত্রণ না করা, সেম্পুল ঔষধ রাখা এবং ফার্মেসীতে বিক্রয় যোগ্য নয় এমন ঔষধ পাওয়ার অপরাধে উপজেলার আড়ানী পৌর বাজারের মেসার্স আনোয়ারা ফামেসীকে ৩ হাজার ও মেসার্স শাফি মেডিকেল স্টোরে ৩ হাজার টাকা জরিমানা আদায় করেন। সেই সাথে সকল ঔষধ ফার্মেসীদের কে সঠিক ভাবে ঔষধের তাপমাত্রা নিয়ন্ত্রণ, সেম্পুল না রাখা এবং ফামেসীতে বিক্রয় যোগ্য নয় এমন ঔষধ না রেখে ব্যবসা পরিচালনা করার সু পরামর্শ দেন।


উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি বলেন, জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইনে ভিন্ন ভিন্ন ধারাতে তাদের জরিমানা করা হয়েছে। এ অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।