lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ১৬ মে, ২০২৫
Last Updated 2025-05-16T13:22:11Z
জাতীয়ধর্ম

ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে আপত্তিকর মন্তব্য, যুবক গ্রেপ্তার

Advertisement


 

ইসমাইল মাহমুদ, মৌলভীবাজার:

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলাম ধর্ম এবং মহানবী হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় মৌলভীবাজারে বিকাশ ধর দীপ্ত (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত বিকাশ ধর মৌলভীবাজার সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামের বিধান ধরের ছেলে। শুক্রবার (১৬ মে) তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।  

মৌলভীবাজার সদর মডেল থানা সূত্র জানায়, গ্রেপ্তারকৃত বিকাশ ধর গত ১১ মে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অফিসিয়াল ফেসবুক পেইজে প্রকাশিত একটি ছবিতে মুসলমানদের নবী হযরত মুহাম্মদ (স.) কে ধর্ষক বলে মন্তব্য করেন। এছাড়া ফেসবুকে ছড়িয়ে পড়া আরেকটি স্ক্রিনশটে তাকে মুসলমানদের জঙ্গি বলে কটূক্তি করতে দেখা যায়। ফেসবুকে বিকাশ ধরের মন্তব্যের স্ক্রিনশট মুহুর্তের মধ্যে ভাইরাল হয়। এতে মৌলভীবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় মুসলমানদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করে। পরবর্তীতে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের পর সে (বিকাশ ধর) তার মন্তব্য মুছে ফেলে এবং ফেসবুকে নিজের আইডি থেকে ক্ষমা চেয়ে একটি ভিডিও পোস্ট করে। 

ফেসবুকে বিকাশ ধর দীপ্তের ইসলাম ধর্ম এবং মহানবী হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে আপত্তিকর মন্তব্যের ঘটনায় সদর উপজেলার জনৈক আব্দুল কাদির রতন বাদী হয়ে অভিযোগ দায়ের করলে এই অভিযোগের প্রেক্ষিতে সাইবার নিরাপত্তা আইনে থানায় মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের খবর পেয়ে বিকাশ ধর দীপ্ত বৃহস্পতিবার (১৫ মে) তার পরিবারের সদস্যদের নিয়ে মৌলভীবাজার সেনাবাহিনীর ক্যাম্পে হাজির হয়। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। 

মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত বিকাশ ধর দীপ্ত তার অপরাধ স্বীকার করে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে। গতকাল সে তার পরিবারের সদস্যদের নিয়ে মৌলভীবাজার সেনাবাহিনীর ক্যাম্পে হাজির হয়। পরে পুলিশ তাকে হেফাজতে নিয়ে ব্যপক জিজ্ঞাসাবাদ করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলাস্থ তার মামার বাড়ি থেকে তার ব্যবহৃত দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়। শুক্রবার (১৬ মে) তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।