Advertisement
ইসমাইল মাহমুদ, মৌলভীবাজার:
সাবেক সমাজকল্যাণ মন্ত্রী প্রয়াত সৈয়দ মহসিন আলীর ছোট ভাই ও মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিনের দেবর, আওয়ামী লীগ নেতা সৈয়দ মোস্তাক আলীকে গ্রেপ্তার করেছে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (২২ মে) দুপুরে শহরের বেরিরপাড় এলাকাস্থ নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বরেন, 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় বৃহস্পতিবার (২২ মে) দুপুরে সৈয়দ মোস্তাক আলীকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। আদালত থেকে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।'