Advertisement
রংপুর(গঙ্গাচড়া) প্রতিনিধিঃ
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় রাস্তা পারাপারের সময় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মনিজা খাতুন (৭২) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কোলকোন্দ ইউনিয়নের ভাই ভাই মোড় এলাকায় গঙ্গাচড়া-বড়াইবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনিজা খাতুন উপজেলার বড়বিল ইউনিয়নের মনিরাম চৌধুরী পাড়ার মৃত আবু তালেবের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা গেছে, আত্মীয়ের বাড়ি যাওয়ার জন্য মনিজা খাতুন মন্থনা বাজার থেকে অটোরিকশায় চড়ে ভাই ভাই মোড়ে নামেন। রাস্তা পার হওয়ার সময় গঙ্গাচড়া বাজারগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই মারা যান।দুর্ঘটনার পর চালক অটোরিকশাটি রেখে পালিয়ে যায়।
এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।