lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ৭ মে, ২০২৫
Last Updated 2025-05-07T15:25:04Z
ব্রেকিং নিউজ

৭ দফা দাবিতে নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক ও কর্মচারীদের কর্মবিরতি

Advertisement


নাটোর জেলা প্রতিনিধি:

নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলে পে-কমিশনের কর্মচারি ও কর্মকর্তাদের ন্যায় প্রণোদনার ৫ শতাংশ টাকা ও অভ্যন্তরীণ ভাবে মৌসুমী জনবলকে স্থায়ী পদে সমন্বয়সহ ৭ দফা দাবিতে কর্মবিরতি পালন করেছে শ্রমিক ও কর্মচারীরা।

বুধবার (৭ মে) বেলা ১২ টার দিকে সুগার মিলের প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে এই কর্মসূচি পালন করেন।

পরে শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নেতাদের সাথে ২ ঘন্টা ব্যাপী বৈঠক করেন মিলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদ হোসেন ভূঁইয়া। 

এসময় তিনি শ্রমিকদের দাবিগুলো সদর দপ্তরে পাঠানোর আশ্বাস দিলে শ্রমিক ও কর্মচারীরা ১৫ দিনের জন্য কর্মসূচি স্থগিত করেন।

এসময় বক্তব্য রাখেন শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি আশরাফুজ্জামান উজ্জ্বল, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু, সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম মমিন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, শূন্য পদের বিপরীতে দৈনিক হাজিরায় চুক্তিভিত্তিক কর্মরত দক্ষ জনবলদের সরাসরি নিয়োগপত্র, সরকার কর্তৃক প্রণোদনার ৫ ভাগ টাকা পে- কমিশনের কর্মচারী ও কর্মকর্তাদের ন্যায় প্রতিমাসে ওয়েজ কমিশন শ্রমিক এবং সকল দৈনিক হাজিরায়/চুক্তিভিত্তিক জনবলকে অন্তভূক্ত করার দাবি জানান। 

এছাড়া আগামী ২৩ মে এর মধ্যে দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুশিয়ারি দেন শ্রমিক ও কর্মচারীরা।