lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ২৪ মে, ২০২৫
Last Updated 2025-05-24T02:28:13Z
জাতীয়

কুড়িগ্রামের উলিপুরে"দুর্গাপুর যুব সংগঠনের" উদ্যোগে বাল্যবিবাহ প্রতিরোধ সভা অনুষ্ঠিত

Advertisement


 



আজাদুল হক আজাদ, উলিপুর প্রতিনিধিঃ

দুর্গাপুর যুব সংগঠনের আয়োজনে গোড়াই রঘুরায় উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো নাটক ও রচনা প্রতিযোগিতা,বাল্যবিয়ে প্রতিরোধে নাটকের মাধ্যমে ছড়িয়ে পড়লো সচেতনতার বার্তা



কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে দুর্গাপুর যুব সংগঠন এর উদ্যোগে এক ব্যতিক্রমধর্মী সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গোড়াই রঘুরায় উচ্চ বিদ্যালয়ে  আয়োজিত এই অনুষ্ঠানে অনুষ্ঠিত হয় নাটক ও রচনা প্রতিযোগিতা, যেখানে অংশগ্রহণ করেন শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণ।



অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবক ও বিশিষ্ট ব্যক্তিত্ব আবুল খায়ের রুহুল্লাহ।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএনবি প্রজেক্টের প্রজেক্ট কো-অর্ডিনেটর জনাব অলীক রাংসা।


বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বর্মন সহ অন্যান্য শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।



অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আজাদুল হক, সভাপতি – দুর্গাপুর যুব সংগঠন।



পুরো অনুষ্ঠানজুড়ে বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতা তৈরির লক্ষ্যে অনুষ্ঠিত হয় গান, কবিতা, আবৃত্তি, নৃত্য ও নাটক।


নাটকের মাধ্যমে তুলে ধরা হয় বাল্যবিয়ের ভয়াবহ বাস্তবতা এবং এর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার বার্তা।অনুষ্ঠানের একটি তাৎপর্যপূর্ণ অংশ ছিল সম্মাননা ও উপহার প্রদান।


সিএনবি প্রজেক্টের প্রজেক্ট কো-অর্ডিনেটর জনাব অলীক রাংসাকে তাঁর উন্নয়নমূলক অবদানের স্বীকৃতিস্বরূপ দুর্গাপুর যুব সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।



এছাড়াও, যেসব শিক্ষার্থী গান, নাটক, আবৃত্তি, নৃত্য পরিবেশন করেছেন এবং যারা রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন – সকলকে শিক্ষা সামগ্রী উপহার হিসেবে প্রদান করা হয়। এই উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে, যা ভবিষ্যতে তাদের সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।



এই অনুষ্ঠান শুধুমাত্র একটি সাংস্কৃতিক আয়োজন নয়, এটি ছিল একটি সামাজিক আন্দোলনের অংশ, যার মাধ্যমে বাল্যবিয়ের কুফল সম্পর্কে সমাজের বিভিন্ন স্তরের মানুষের মাঝে সচেতনতা ছড়িয়ে দেওয়া হয়েছে।



দুর্গাপুর যুব সংগঠনের এমন উদ্যোগ নিঃসন্দেহে সমাজে একটি ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দেয় এবং ভবিষ্যতে বাল্যবিয়ে প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সকলে আশাবাদ ব্যক্ত করেন।