lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ২৪ মে, ২০২৫
Last Updated 2025-05-24T02:23:43Z
আইন ও আদালত

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে কোরবানির ঈদকে ঘিরে বাজার মনিটরিং, ৩ ব্যবসায়ীকে জরিমানা

Advertisement


 


মোঃ মজিবর রহমান শেখ  ,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় কোরবানির ঈদকে ঘিরে বিভিন্ন বাজার মনিটারিং করেছে বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসন, এ সময় ৩ ব্যবসায়ীকে জরিমানা করা হয়।  শুক্রবার (২৩ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত ২ নং- চাড়োল ইউনিয়নের ঐতিহ্যবাহী লাহিড়ী বাজার মনিটরিং করেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ।  এ সময় দ্রব্যমূল্যের তালিকা না থাকা এবং ওজনে কম দেওয়ার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২ জন মাংস ব্যবসায়ী এবং ১ জন মসলা ব্যবসায়ী মোঃ হাবিল উদ্দীনকে ৩ হাজার ৫ শত টাকা জরিমানা করেন তিনি।এছাড়াও অনেক ব্যবসায়ীকে সতর্ক করেছেন। বাজার মনিটরিং এ সময় বালিয়াডাঙ্গী উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের লোকজন এবং আনসার সদস্যরা সাথে ছিলেন। 

বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ কুমার দেবনাথ বলেন, কোরবানির ঈদকে ঘিরে বালিয়াডাঙ্গী উপজেলার সব বাজারগুলোকে মনিটরিং করা হচ্ছে। দোকানের সামনে দ্রব্যমূল্যের তালিকা ঝুলিয়ে রাখা এবং ওজনে কম না দিতে ব্যবসায়ীদের সতর্ক করা হচ্ছে। পাশাপাশি অসাধু ব্যবসায়ীদের আইনের আওতায় আনা হচ্ছে। এ কার্যক্রম চলমান থাকবে।  এর আগে বালিয়াডাঙ্গী চৌরাস্তা বাজার, কালমেঘ বাজার, আধারদিঘী বাজার, কুশলডাঙ্গী বাজার সহ বেশ কয়েকটি বাজার মনিটরিং করেন বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসন।