lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ৭ মে, ২০২৫
Last Updated 2025-05-07T11:32:50Z
ব্রেকিং নিউজ

পাবনার কাশিনাথপুরে সিদীপের উদ্যোগে পাঠক সম্মিলন ও বইমেলা অনুষ্ঠিত

Advertisement


 

নিজস্ব প্রতিবেদক:

পাবনার কাশিনাথপুরে সিদীপের উদ্যোগে পাঠক সম্মিলন ও বইমেলা অনুষ্ঠিত হয়েছে। ৭ মে বুধবার পাবনার কাশীনাথপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা সিদীপের উদ্যোগে পাঠক সম্মিলন ও বইমেলা অনুষ্ঠিত হয়। শহীদ নূরুল হোসেন ডিগ্রি কলেজ, প্রয়াস পাঠাগার ও মোহাম্মদ ইয়াহিয়া মুক্তপাঠাগারের আয়োজনে 'গ্রন্থাগারের অপরিহার্যতা’ শীর্ষক মূল আলোচনা উপস্থাপন করেন শিক্ষালোকের নির্বাহী সম্পাদক আলমগীর খান। এ নিয়ে আলোচনা করেন সম্মিলিত পাঠাগার আন্দোলনের সভাপতি আবদুস ছাত্তার খান, লেখক শিশির মল্লিক ও শিল্পী বিপ্লব দত্ত, অধ্যক্ষ আনোয়ার শাহীন ও প্রফেসর মফিদুল হোসেন শাহিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত কলেজের  অধ্যক্ষ তরিত কুমার কুণ্ডু। অনুষ্ঠানটি সঞ্চালন করেন কলেজের বাংলা বিভাগের শিক্ষক মাহবুব হোসেন। 


সকালে শহীদ নূরুল হোসেন ডিগ্রি কলেজের আইসিটি ভবনের বারান্দায় মোহাম্মদ ইয়াহিয়া মুক্তপাঠাগার উদ্বোধনের মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানমালা শুরু হয়। বইমেলায় বইয়ের পসরা নিয়ে উপস্থিত ছিলো কলি প্রকাশনী, গ্রাম প্রকাশনী, নপম গণগ্রন্থাগার, দয়ালনগর বাহারুন্নেছা পাবলিক লাইব্রেরী ও মোহাম্মদ ইয়াহিয়া মুক্তপাঠাগার। মাতৃভাষা ও শিক্ষা, একাত্তরের হজমিওয়ালা, আমাদের শিক্ষা: নানা চোখে এবং পাবনার কবি ও কবিতা এ চারটি বইয়ের উপর সেরা রচনালেখক ছাত্রছাত্রীকে পুরস্কার দেয়া হয়। নপম, স্কাইলার্ক পথপাঠাগার, দীপশিখা, মাশুমদিয়া বিজ্ঞান স্কুল ও মোহাম্মদ ইয়াহিয়া মুক্তপাঠাগারের সেরা পাঠক-পাঠিকাকেও পুরস্কার প্রদান করা হয়।  এছাড়াও ছিলো উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা, মুক্তপাঠাগার নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা ইত্যাদি।


শহীদ নূরুল হোসেন ডিগ্রি কলেজে দিনব্যাপী এ পাঠক সম্মিলন, বইমেলা ও আলোচনা অনুষ্ঠান শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীকে প্রাণবন্ত করে তোলে।