lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ৬ মে, ২০২৫
Last Updated 2025-05-06T11:59:24Z
ক্রীড়া প্রতিযোগিতা

সরকারি এডওয়ার্ড কলেজ জাতীয় পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতায় চারটি ইভেন্টে চ্যাম্পিয়ন

Advertisement




নিজস্ব প্রতিবেদক:

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওয়তাধীন আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় রাজধানী ঢাকার সাভার বিকেএসপিতে।



সোমবার (৫ মে) সারা দিনব্যাপী আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের ১২ টি ইভেন্টের ৪ টি চ্যাম্পিয়ান অন্যান্যা ইভেন্টে রানার্সআপ, প্রথম দ্বিতীয় স্থান ও তৃতীয় স্থান অর্জন করেছে সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষার্থী। 




টেবিল টেনিস দ্বৈত (ছাত্র) ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় প্রধান ভূমিকা রেখেছেন কলেজের সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী মোঃ ছাব্বির হোসেন ও ডিগ্রী পাস কোর্সের ৩য় বর্ষের শিক্ষার্থী মোঃ হাসিবুল হাসান। টেবিল টেনিস একক (ছাত্র) ইভেন্টে চ্যাম্পিয়ন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোঃ ছাব্বির হোসেন। টেবিল টেনিস দ্বৈত (ছাত্রী) ইভেন্টে চ্যাম্পিয়ন অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোছাঃ ফাতেমাতুজ জহুরা ও ডিগ্রী পাস কোর্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোছাঃ মিম খাতুন। সাঁতার ফ্রি স্টাইল ও ব্রেস্ট স্ট্রোক (ছাত্র) উভয় ইভেন্টে দ্বিতীয় হয়েছে হিসাববিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মোঃ সেজান হোসাইন। দাবা (ছাত্র) ইভেন্টে চ্যাম্পিয়ন পদার্থবিজ্ঞান তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোঃ সাফিউজ্জামান বাপ্পি। ৪০০ মিটার দৌড় (ছাত্র) ইভেন্টে তৃতীয় স্থান অধিকার করেছে ব্যবস্থাপনা বিভাগের মাস্টার্সের শেষ বর্ষের শিক্ষার্থী মোঃ মাসুদ রানা। ফুটবল (ছাত্র) ইভেন্টে রানার্স আপ সরকারি এডওয়ার্ড কলেজ।




সহপাঠীদের সাফল্যে গৌরব ও আনন্দ আমেজ বয়ছে সরকারী এডওয়ার্ড কলেজ শিক্ষার্থীদের মাঝে।



এ বিষয়ে সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষার্থী মাহফুজুর রহমান শ্রাবণ জানান, উওরবঙ্গের অক্সফোর্ডখ্যাত সরকারি এডওয়ার্ড কলেজ লেখাপড়াতেও শীর্ষে আবার খেলাধুলাতেও শীর্ষে। শীর্ষস্থান অর্জন করে দেশের মাটিতে আমাদের গৌরবের ইতিহাস তুলে ধরায় সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।



এ বিষয়ে সরকারি এডওয়ার্ড কলজের অধ্যক্ষ মোঃ আব্দুল আউয়াল মিয়া জানান, আমাদের প্রতিষ্ঠানের গৌরব ১২৭ বছরের। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সারাদেশে বিভিন্ন পেশায় নেতৃত্ব প্রদান করছে। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও প্রাক্তন শিক্ষার্থীরা গৌরব অর্জন করেছে। সরকারি এডওয়ার্ড কলেজ লেখাপড়ার পাশাপাশি সব ধরনের সামাজিক মানবিক ও ক্রীড়ামুলক কার্যক্রমে অংশগ্রহণ করে অতীতেও গৌরব অর্জন করেছে এখনো করছে।