lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ৭ মে, ২০২৫
Last Updated 2025-05-07T04:04:49Z
আইন ও আদালত

সোনাগাজীর সাতবাড়ীয়ায় প্রতিপক্ষের গাছ কাটার অভিযোগে ১জনের সাজা

Advertisement


 


আদালত প্রতিবেদক, ফেনী :-

ঘটনার বিবরণে জানা যায়, সোনাগাজী মতিগঞ্জ ইউনিয়নের সাতবাড়ীয়া গ্রামের মুয়াদার বাড়ীর বাসিন্দা শিক্ষক নুরুল হাসান জাহেদের পৈতৃক মালিকানাধীন সাতবাড়ীয়া মৌজার এসএ খতিয়ান নং- ৪৯ এর ২৫০ দাগ, পুকুর পাড়ের ৪টি বোট করই গাছ (যার আনুমানিক মূল্য ১ লাখ টাকা) প্রতিপক্ষরা দলবদ্ধ হয়ে জোরপূর্বক ১লা জানুয়ারি ২০২৩ইং (রবিবার) সকাল ৯টায় কেটে নেওয়ার সময় বাঁধা দিলে একই বাড়ীর অপর প্রতিপক্ষ একরামুল হক বাহার গংয়ের লোকজন লাঠিসোঁটা নিয়ে জাহেদকে হামলা করার চেষ্টা চালায় ও প্রকাশ্যে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও মেরে ফেলার হুমকি ধমকি দেয়।


এই ঘটনায় শিক্ষক নুরুল হাসান জাহেদ বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ এসডিআর-০২/২০২৩ দায়ের করিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে গাছ কাটা বন্ধ রাখার নির্দেশ দেন।


পরে পুলিশের নিষেধ অমান্য করে ২ জানুয়ারি ২০২৩ ইং (সোমবার) সকালে আবার গাছ কাটতে গেলে পুলিশ ঘটনাস্থল থেকে একরামুল হক বাহার নামে একজনকে আটক করে ফেনীর আদালতে সোপর্দ করেন। 


উল্লেখ্য যে, সোনাগাজী থানার মামলা নং জিআর ০৪ (৫/১/২০২৩ইং) ট্রায়াল নং-২০৪/ ২০২৩ মোতাবেক আসামীদের বিরুদ্ধে গত ১৮/০৫/২০২৩ ইং পেনাল কোড ৪৪৭,৩৭৯,৪২৭ ও ৫০৬ ধারায় অভিযোগ গঠন করেন এবং বিচারক মোহাম্মদ মিনহাজ উদ্দিন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (ফেনী)র আদালতে ০৫/০১/২০২৫ ইং অত্র মামলার রায় ঘোষণা করেন, অত্র রায়ে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় ১নং আসামি একরামুল হক বাহার'কে ১মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।