lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ১৪ মে, ২০২৫
Last Updated 2025-05-14T16:08:36Z
অগ্নিকান্ড

মান্দায় গোয়ালঘরে অগ্নিকাণ্ড, পুড়লো গরু ও ছাগল

Advertisement


 

আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ ) প্রতিনিধি :

নওগাঁর মান্দায় গোয়ালঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় একটি গরু, একটি ছাগলসহ বেশকিছু হাঁস ও মুরগি মারা গেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার নহলা কালুপাড়া (ভুতপাড়া) গ্রামে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত গৃহকর্তা মোসলেম উদ্দিন বলেন, ‘সন্ধ্যার পর খাওয়া-দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়ি। গভীর রাতে গোয়ালঘরে আগুনের বিষয়টি টের পেয়ে ডাক চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে।’

তিনি আরও বলেন, ‘স্থানীয় লোকজনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করা গেলেও একটি গরু, একটি খাসিসহ ২০টি হাঁস-মুরগি পুড়ে মারা গেছে। আগুনে আমার অন্তত আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে।’

অগ্নিকাণ্ডে গরু, ছাগলসহ হাঁস-মুরগি পুড়ে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় বিষ্ণুপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম আজম।