lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ১৯ মে, ২০২৫
Last Updated 2025-05-19T16:01:02Z
ব্রেকিং নিউজ

দেবীগঞ্জে ‘ভূমি কর্পোরেট সেবা’ উদ্বোধন; এক কক্ষে মিলবে সব সেবা

Advertisement


 

সজীব আহাম্মেদ, দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:

পঞ্চগড়ের দেবীগঞ্জে আনুষ্ঠানিকভাবে চালু হলো ‘ভূমি কর্পোরেট সেবা’ কার্যক্রম। এখন থেকে ভূমি সংক্রান্ত সকল সেবা মিলবে এক কক্ষে,বিভিন্ন ডেস্ক ঘুরেই সম্পন্ন করা যাবে প্রয়োজনীয় কার্যক্রম। এতে সেবাগ্রহীতাদের ভোগান্তি কমবে, বাড়বে গতি ও স্বচ্ছতা।


সোমবার (১৯ মে) দুপুর ১টায় দেবীগঞ্জ উপজেলা ভূমি অফিসে এ সেবার উদ্বোধন করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. সাবেত আলী। 


এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান, জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা।


একটা সময় ভূমি অফিসে দিনের পর দিন ঘুরেও কাঙ্ক্ষিত সেবা পাওয়া যেত না। ফাইল আটকে থাকা, দেরি, হয়রানি আর অনিয়ম ছিল নিত্যদিনের সঙ্গী। নতুন ব্যবস্থায় এসব দুর্ভোগ অনেকটাই কমে আসবে বলে আশা করা হচ্ছে। নতুন এই পদ্ধতিতে, সেবাগ্রহীতা প্রথমে হেল্প ডেস্কে গিয়ে তথ্য দিয়ে নির্দিষ্ট ডেস্কে চলে যেতে পারবেন। একই কক্ষে একাধিক কর্মকর্তার মাধ্যমে খারিজ, নামজারি, রেকর্ড সংশোধনসহ যাবতীয় সেবা মিলছে দ্রুত ও হয়রানিমুক্তভাবে। অভিযোগ জানাতেও মিলছে তাৎক্ষণিক ব্যবস্থা।


কর্মকর্তারা নিজ নিজ ডেস্ক থেকেই কাজ তদারকি করতে পারছেন, ফলে বাড়ছে জবাবদিহিতা, কর্মদক্ষতা ও সেবার মান।


উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. সাবেত আলী বলেন, পঞ্চগড়ের পাঁচটি উপজেলার সব ভূমি অফিস পর্যায়ক্রমে কর্পোরেট সার্ভিস সিস্টেমের আওতায় আনা হবে। উন্নত বিশ্বের মতো বস ও অধীনস্থ কর্মকর্তারা একসঙ্গে বসে কাজ করলে দায়িত্ববোধ যেমন বাড়ে, তেমনি সেবার মানও উন্নত হয়। এতে স্বচ্ছতা ও গতি নিশ্চিত করা সম্ভব।


এদিন জেলা প্রশাসক মোঃ সাবেত আলী দেবীগঞ্জ উপজেলার অন্তর্ভুক্ত সোনাহার মল্লিকাদহ ইউনিয়ন ভুমি অফিস এবং চেংঠি হাজারাডাঙ্গা ইউনিয়ন ভূমি অফিসে একটি করে ল্যাপটপ এবং দেবীগঞ্জ সদর ইউনিয়ন ভূমি অফিস একটি প্রিন্টার বিতরণ করেন। যা মাঠপর্যায়ে ডিজিটাল সেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


উল্লেখ্য, এর আগে পঞ্চগড় সদর ও বোদা উপজেলায় এ সেবা চালু করা হয়। দেশের মধ্যে এই তিন উপজেলায়ই প্রথমবারের মতো ‘কর্পোরেট সেবা পদ্ধতি’ চালু হলো, যা ভূমি সেবায় নতুন দিগন্ত উন্মোচন করছে।