lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ১৯ মে, ২০২৫
Last Updated 2025-05-19T16:04:17Z
আইন ও অপরাধ

মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

Advertisement


 

ইসমাইল মাহমুদ, মৌলভীবাজার:

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার মাদক মামলায় যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামি গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করেছে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ। রবিবার (১৮ মে) দিবাগত রাতে শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত গিয়াস উদ্দিন মৌলভীবাজার সদর উপজেলার দিশালোক গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। 

মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত গিয়াস উদ্দিনের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানার একটি মাদক মামলায় অপরাধ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ প্রদান করেন। মামলার রায়ের পর থেকে গিয়াস উদ্দিন পলাতক ছিল। রবিবার (১৯ মে রাতে) মৌলভীবাজার সদর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রানা, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাইদুরসহ সঙ্গীয় ফোর্স মৌলভীবাজার শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। সোমবার (১৯ মে) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।