lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ৬ মে, ২০২৫
Last Updated 2025-05-06T03:27:36Z
ব্রেকিং নিউজ

কুড়িগ্রামে বুড়ি তিস্তা রক্ষায় মানববন্ধন করেছেন "গ্রীন ভয়েস "

Advertisement


 



মোঃ মশিউর রহমান বিপুল, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

বুড়ি তিস্তা শাসন করো,পরিবেশ রক্ষা করো’ প্রতিপা‌দ্যে কুড়িগ্রামের উলিপুর বুড়ি তিস্তা নদী পাড় কেটে স্থাপনা নির্মাণ ও অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।


সোমবার (০৫ মে) দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ প‌রি‌বেশ আন্দোলন (বাপা) এবং যুব সংগঠন ‘গ্রীন ভয়েস’ উলিপুর উপজেলা শাখার যৌথ আয়োজনে   এ কর্মসূ‌চি পা‌লিত হয়।


গত বছর ডেলটা প্ল্যান কর্মসূচির আওতায় ১৬ কোটি ৯৭ লাখ টাকা ব্যয়ে নদী‌টি খননের কাজ করা হয়। কিন্তু বর্তমানে বুড়িতিস্তা নদীর স্বাভাবিক পানি প্রবাহে বিঘ্ন সৃষ্টি করে পুনরায় দখলের পায়তারা করছেন একটি মহল। পৌরশহরের গুনাইগাছ ব্রিজ জোদ্দারপাড়া এলাকায় অ‌বৈধ স্থাপনা নির্মাণসহ দেদারসে ন‌দীর পাড় কে‌টে নি‌য়ে যা‌চ্ছে এক‌টি মহল।


বুড়ি তিস্তাকে শাসন করো, উলিপুরের পরিবেশ রক্ষা করো’ এই প্রতিপা‌দ্যে গ্রীন ভ‌য়েস উলিপুর শাখার যুগ্ম সাংগঠ‌নিক সম্পাদক সৌরভ ইসলামের সঞ্চালনায় বক্তব্য রা‌খেন, গ্রীন ভ‌য়ে‌সের রংপুর বিভাগীয় সমন্বয়ক র‌বিউল ইসলাম রু‌বেল, কু‌ড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক নুরনবী সরকার, উলিপুর উপ‌জেলা শাখার উপ‌দেষ্টা র‌ফিকুল ইসলাম আনছা‌রী, বাপা'র সদস্য মত‌লেবুর রহমান, সা‌বেক ছাত্রনেতা ফি‌রোজ ক‌বির কাজল প্রমুখ।এ সময় বক্তারা অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করণ, ও দখলদারদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের দা‌বি তুলে ধরেন।


উলিপুর উপ‌জেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহা ব‌লেন, অবৈধ বালু উত্তোলনের বিষ‌য়ে আমা‌দের অ‌ভিযান অব্যাহত র‌য়ে‌ছে।